মুম্বই , 15 অক্টোবর : তেলাঙ্গানার পর এবার প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র । রাজ্যের বিভিন্ন এলাকায় গতকাল রাতে থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে । বিশেষ করে পুনের বেশ কিছু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে । এই এলাকাগুলি থেকে এখনও পর্যন্ত 40 জনকে উদ্ধার করা হয়েছে । 15 জন নিখোঁজ রয়েছে । তাদের উদ্ধারের কাজ চলছে ।
প্রবল বৃষ্টিতে ভাসল পুনে, মুম্বইয়ে রেড অ্যালার্ট - ৪0 people rescued in Pune
মৌসম ভবনের তরফে জানানো হয়েছে , আজ ও কাল মুম্বইয়ে ভারী বৃষ্টি হবে । রেড অ্যালার্ট জারি করা হয়েছে । শুধুমাত্র মুম্বই নয় , থানে ও পুনে-য় আজ এবং কালও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন ।
প্রবল বৃষ্টিতে ভাসল পুনে
অন্যদিকে, মুম্বইয়ের একাধিক এলাকা জলমগ্ন । এর মধ্যেই মৌসম ভবনের তরফ থেকে জানানো হয়েছে , আজ ও কাল মুম্বইয়ে ভারী বৃষ্টি হবে । রেড অ্যালার্ট জারি করা হয়েছে । শুধুমাত্র মুম্বই নয় , থানে ও পুনে-য় আজ এবং কাল বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন ।
মঙ্গলবার থেকে পুনের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে । ইন্দপুরে জলের তোড়ে ভেসে যান 2 জন। তাঁদের উদ্ধার করা হয়েছে ।
Last Updated : Oct 15, 2020, 9:14 AM IST