পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

8টায় শুরু ভোট গণনা, মহারাষ্ট্র-হরিয়ানায় ফের BJP ? - BJP

মনে রাখার বিষয় হল, 2014 সালের আগে কিন্তু হরিয়ানায় BJP সেই অর্থে প্রভাবশালী ছিল না ৷ মহারাষ্ট্রে শিবসেনার শরিক হিসেবে ক্ষমতার কাছে ছিল তারা, একথা যদিও ঠিক ৷ তবে দেবেন্দ্র ফড়নবিশ সরকার এবং মনোহরলাল খট্টর সরকার সেই অর্থে দুই রাজ্যে শক্তিশালী প্রতিষ্ঠা পেতে সাহায্য করেছে BJP-কে ৷

মনে রাখার বিষয় হল, 2014 সালের আগে কিন্তু হরিয়ানায় BJP সেই অর্থে প্রভাবশালী ছিল না ৷ মহারাষ্ট্রে শিবসেনার শরিক হিসেবে ক্ষমতার কাছে ছিল তারা, একথা যদিও ঠিক ৷ তবে দেবেন্দ্র ফড়নবিশ সরকার এবং মনোহরলাল খট্টর সরকার সেই অর্থে দুই রাজ্যে শক্তিশালী প্রতিষ্ঠা পেতে সাহায্য করেছে BJP-কে ৷

By

Published : Oct 24, 2019, 3:29 AM IST

Updated : Oct 24, 2019, 7:58 AM IST

দিল্লি, 24 অক্টোবর : আজ মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হতে চলেছে ৷ 2014 সালে দুই রাজ্যেই ক্ষমতায় এসেছিল BJP ৷ 2019 সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বার কেন্দ্রে ক্ষমতায় এসেছে BJP ৷ নরেন্দ্র মোদি ফের প্রধানমন্ত্রী হওয়ার পর এই দুই রাজ্যের নির্বাচন দিয়েই BJP যাচাই করে নিতে চাইবে তাদের জনপ্রিয়তা ৷ সকাল 8 টা থেকে ভোটগণনা শুরু হবে আজ। গণনার যাবতীয় প্রস্তুতি সারা। সকাল থেকেই গণনাকেন্দ্রে পৌঁছে গিয়েছেন নির্বাচনী আধিকারিকরা। রয়েছেন প্রার্থীদের তরফে এজেন্টরাও। মহারাষ্ট্রে 288টি আসনে, হরিয়ানার 90টি আসনে আজ ভাগ্যপরীক্ষা হতে চলেছে প্রার্থীদের ৷

এই দুই রাজ্যের নির্বাচন ছাড়াও প্রায় 50টি উপনির্বাচনের ফলও জানা যাবে আজ ৷ BJP-র জনপ্রিয়তার পরীক্ষা বলা যেতে পারে এই দুই রাজ্যের নির্বাচনকে ৷ লোকসভার মতোই কি বিপুল পরিমাণে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দুই রাজ্যেই সরকার গড়বে BJP? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ৷ যদিও বুথফেরত সমীক্ষা অনুযায়ী, গেরুয়া ঝড়ে কার্যত ধরাশায়ী হতে চলেছে বিরোধী শিবির ৷ তাই এই নির্বাচনের ফল কংগ্রেসের কাছে অত্যন্ত জরুরি ৷

লোকসভা নির্বাচনে বিশ্রীভাবে পরাজয়ের দাগ মুছতে চায় সোনিয়া গান্ধির দল, এতে কোনও সন্দেহ নেই ৷ কিন্তু দলে নেতৃত্বের অভাবটা স্পষ্ট ৷ তাই নড়বড়ে, ছন্নছাড়া ভাবটা রয়েই গিয়েছে তাদের ৷ এর ফলে আরও বেশি আত্মবিশ্বাস পাচ্ছে BJP, এমনটাই মত রাজনৈতিক মহলের ৷ যদি দুই রাজ্যেই ফের ক্ষমতায় আসে BJP , দু ক্ষেত্রেই প্রথম বার পর পর দু বার বিধানসবায় জিতে আসার রেকর্ড গড়বে তারা ৷ কংগ্রেসের অস্তিত্বের একটা বড় প্রশ্ন দিতে পারে মহারাষ্ট্রের ফল, এমনটাই মত তাদের ৷ কারণ এই দুই রাজ্যেই বহু বছর ধরে ক্ষমতাসীন ছিল কংগ্রেস ৷ হরিয়ানা ও মহারাষ্ট্রে আবারও BJP জিতে গেলে তা কংগ্রেসের কাছে একটা বিরাট ধাক্কা হবে ৷

2014 সালের আগে হরিয়ানায় BJP সেই অর্থে প্রভাবশালী ছিল না, যদিও মহারাষ্ট্রে শিবসেনার শরিক হিসেবে তারা ক্ষমতার কাছে ছিল । তবে 2014 সালে জয়ের পর দেবেন্দ্র ফড়নবিশ সরকার এবং মনোহরলাল খট্টর সরকার সেই অর্থে দুই রাজ্যে ভিত মজবুত করতে সাহায্য করেছে BJP-কে ৷

আরও একটি বিষয় হল (যদিও দুই রাজ্যের নির্বাচনের সঙ্গে সরাসরি এর কোনও যোগসূত্র নেই) BJP-র ভোটভাগ্য সাম্প্রতিককালে রাজ্যগুলির বিধানসভা ভোটের ক্ষেত্রে খুব একটা যে সহায়ক, তা নয় ৷ বিরোধী দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী যদি সেই অর্থে একটা বড় 'মুখ' হয়ে ওঠেন, সেইখানে BJP হেরে গিয়েছে ( ছত্তিশগড় 2018; মধ্যপ্রদেশ 2018, রাজস্থান 2018), নইলে সামান্য ব্যবধানে জিতেছে (গুজরাত, 2017) ৷ যদিও বেশিরভাগ বুথফেরত সমীক্ষাই রায় দিয়েছে পদ্মফুলের পক্ষে ৷ তাই মনে করা হচ্ছে, দুই রাজ্যেই ক্ষমতায় আসতে পারে গেরুয়া শিবির ৷ জনগণের আসল রায় বোঝা যাবে, ভোটগণনার পরই ৷ এখন শুধু সময়ের অপেক্ষা ৷

Last Updated : Oct 24, 2019, 7:58 AM IST

ABOUT THE AUTHOR

...view details