মুম্বই, 29 জুন : কোরোনা পরিস্থিতি সামাল দিতে লকডাউনের মেয়াদ বাড়াল মহারাষ্ট্র সরকার ৷ 31 জুলাই পর্যন্ত লকডাউন চলবে ৷ এই লকডাউনের জন্য "মিশন বিগিন এগেইন" গাইডলাইনও তৈরি করা হয়েছে ৷ সরকারের তরফে বলা হয়েছে, মুম্বই ও তার আশপাশের এলাকায় অপ্রয়োজনীয় কার্যকলাপ বন্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এদিকে 31 জুলাই পর্যন্ত লকডাউন জারির কথা ঘোষণা করেছে তামিলনাড়ু সরকারও ।
মহারাষ্ট্র সরকারের তরফে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, আশপাশের এলাকাগুলিতে কেনাকাটা, বাইরে ব্যায়াম করার মতো অপ্রয়োজনীয় কার্যকলাপ বন্ধ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এছাড়া মাস্ক পরা, সামাজিক দূরত্ব মানা ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মানার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে ৷ শুধুমাত্র জরুরি পরিষেবা ও অফিসযাত্রীদের এই লকডাউনে ছাড় দেওয়া হয়েছে ৷
শপিং মল, মার্কেট কমপ্লেক্স বাদ দিয়ে বাকি সব রকমের দোকান, বাজার সকাল ন'টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলার অনুমতি দেওয়া হয়েছে ৷ বিবৃতিতে আরও বলা হয়, সব সরকারি অফিস 15 শতাংশ কর্মচারী নিয়ে খোলা থাকবে ৷ তবে জরুরি, স্বাস্থ্য, মেডিকেল, ট্রেজ়ারি, বিপর্যয় মোকাবিলা দপ্তর, পুলিশ, NIC, খাদ্য ও সিভিল সাপ্লাই, FCI, NYK, পৌরনিগমে সব কর্মচারী নিয়েই কাজ হবে ৷ এছাড়া, মুম্বই মেট্রোপলিটন রিজিয়নের বেসরকারি অফিসে 10 শতাংশ কর্মচারী নিয়ে কাজ করা যেতে পারে ৷