পশ্চিমবঙ্গ

west bengal

কোরোনায় আক্রান্ত দেবেন্দ্র ফড়নবিশ

By

Published : Oct 24, 2020, 4:02 PM IST

BJP নেতা দেবেন্দ্র ফড়নবিশ কোরোনা পজ়িটিভ । যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন, তাঁদেরও কোরোনা পরীক্ষার আর্জি জানান মহারাষ্ট্রের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী ।

debendra
debendra

মুম্বই, 24 অক্টোবর : কোরোনায় আক্রান্ত BJP নেতা দেবেন্দ্র ফড়নবিশ । বিহার নির্বাচনে BJP প্রচারে প্রধান দায়িত্বে রয়েছেন তিনি । আজ দুপুরে টুইটে তিনি তাঁর সংক্রমণের কথা জানান । মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী লেখেন, "ভগবান চান আমি কিছু সময়ের জন্য থামি এবং বিরতি নিই ।"

যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন, তাঁদেরও কোরোনা পরীক্ষার আর্জি জানান মহারাষ্ট্রের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী ।

ফড়নবিশ টুইটে লেখেন, "লকডাউন থেকে আমি প্রতিটা দিন কাজ করেই চলেছি । এবং ভগবান চান আমি কয়েকদিনের জন্য বিরতি নিই । আমি কোভিড পজ়িটিভ । আইসোলেশনে রয়েছি । চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আমি ওষুধ নিচ্ছি । "

"যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা কোরোনা পরীক্ষা করিয়ে নিন । সবাই সাবধানে থাকুন ।", আরও একটি টুইটে লেখেন ফড়নবিশ ।

গতমাসে বিহারে নির্বাচনে BJP-র ইনচার্জ হিসেবে নিযুক্ত করা হয় ফড়নবিশকে । কোরোনা প্যানডেমিকের মধ্যেই দেশের সবথেকে বড় নির্বাচন হবে বিহারে । 28 অক্টোবর থেকে তিন দফায় হবে ভোটগ্রহণ। তার আগে জোরদার প্রচার চালাচ্ছে BJP । দেবেন্দ্র ফড়নবিশের কোরোনা সংক্রমণ গেরুয়া শিবিরের প্রচারে কি প্রভাব ফেলবে, সেই আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যেই ।

ABOUT THE AUTHOR

...view details