পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অজিত পাওয়ারকে স্বস্তি দিতেও সেচ দুর্নীতির মামলা বন্ধ ? - Maharashtra irrigation scam

মহারাষ্ট্রে নতুন সরকার গঠনের 72 ঘণ্টার মধ্যেই মহারাষ্ট্র দুর্নীতি দমন শাখা সেচ দুর্নীতির 9 টি মামলা বন্ধ করে দিল ৷ উল্লেখ্য, মহারাষ্ট্র সেচ দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছিল সদ্য শপথ নেওয়া উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের ৷

অজিত পাওয়ার

By

Published : Nov 25, 2019, 9:58 PM IST

মুম্বই, 25 নভেম্বর : মহারাষ্ট্রে সরকার গঠন করেছে BJP-NCP জোট ৷ উপমুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়েছেন অজিত পাওয়ার ৷ শপথ নেওয়ার 72 ঘণ্টার মধ্যেই মহারাষ্ট্র দুর্নীতি দমন শাখা সেচ দুর্নীতির 9 টি মামলা বন্ধ করে দিল ৷ উল্লেখ্য, মহারাষ্ট্র সেচ দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছিল সদ্য শপথ নেওয়া উপমুখ্যমন্ত্রীর ৷

সেচ দুর্নীতির সঙ্গে জড়িত মামলাগুলি বন্ধের সিদ্ধান্ত নিয়ে সরব হয়েছে কংগ্রেস শিবির ৷ তাদের অভিযোগ পদের অপব্যবহার করে তদন্তকে প্রভাবিত করা হচ্ছে ৷ যদিও দুর্নীতি দমন শাখার তরফে জানানো হয় , যে মামলাগুলি বন্ধ করা হয়েছে সেগুলির সঙ্গে উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের কোনও যোগসূত্র নেই ৷

সংবাদসংস্থাকে দুর্নীতি দমন শাখার এক আধিকারিক বলেন, " সেচ দুর্নীতির সঙ্গে জড়িত মামলাগুলি শর্তসাপেক্ষে বন্ধ করা হয়েছে ৷ প্রয়োজনে যে কোনও সময়ে রাজ্য বা কোর্ট পুনরায় মামলাগুলি চালু করতে পারবে ৷ " তিনি আরও বলেন, "আমরা প্রায় 3000 টি সেচ সংক্রান্ত অভিযোগের তদন্ত করছি ৷ যেগুলি বন্ধ হয়েছে সেগুলির সবই সাধারণ রুটিনমাফিক তদন্ত ৷ এগুলির সঙ্গে অজিত পাওয়ারের কোনও যোগ নেই ৷ "

প্রসঙ্গত, সেচ প্রকল্পের অনুমোদন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল কংগ্রেস-NCP আমলে । বিধানসভা ভোটের প্রচারে দেবেন্দ্র ফড়নবিশ প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভোটের পর জেলেই শেষ হয়ে যেতে পারেন অজিত পাওয়ার ৷ আর তাই দুর্নীতির মামলা থেকে বাঁচতেই BJP-র দিকে ঝুঁকেছেন অজিত পাওয়ার বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

ABOUT THE AUTHOR

...view details