পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শিবসেনার সাংসদকে খুনের হুমকি অভিযোগ - no offence has been registered

তাঁকে খুনের জন্য নান্দেদ এলাকার একটি গ‍্যাংকে দু'কোটি টাকা দেওয়া হয়েছে বলে দাবি সঞ্জয় যাদবের ।

Shiv sena MP allegedly got life threatening
শিবসেনার সাংসদ সঞ্জয় যাদব কে খুনের হুমকির অভিযোগ

By

Published : Oct 28, 2020, 12:58 PM IST

প্রভানি, 28 অক্টোবর : শিবসেনার সাংসদকে খুনের হুমকির অভিযোগ । এর জন্য দু'কোটি টাকা সুপারি কিলারদের দেওয়া হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন সাংসদ ।

মহারাষ্ট্রের প্রভানি জেলার নানালপেঠ থানায় অভিযোগ দায়ের করেছেন সাংসদ সঞ্জয় যাদব । পুলিশ সূত্রে খবর, 18 অক্টোবর সাংসদ এই বিষয়ে জানতে পারেন । নান্দেদ এলাকার একটি গ‍্যাংকে দু'কোটি টাকা দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

চলতি বছরের অগাস্ট মাসে সঞ্জয় যাদব সংসদীয় কেন্দ্র থেকে পদত্যাগ করেন । প্রশাসনিক স্তরে NCP-র সঙ্গে মতবিরোধের জেরে পদত্যাগ করেন তিনি । পরে শিবসেনা প্রধান তথা মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এই বিষয়ে হস্তক্ষেপের আশ্বাস দিলে পদত্যাগপত্র ফিরিয়ে নেন সঞ্জয় যাদব ।

ABOUT THE AUTHOR

...view details