পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লির তাবলিঘি জামাত থেকে ফেরা 64 বিদেশিকে আটক মধ্যপ্রদেশ পুলিশের - foreigners booked for concealing their arrival

গত মাসেই যোগ দিয়েছিলেন দিল্লির তাবলিঘি জামাতের অনুষ্ঠানে । এরপর ভারতে ফিরে আসেন বেশ কয়েকজন বিদেশি । তবে সেই তথ্য গোপন রেখেছিলেন তাঁরা । তাঁদেরকে আটক করল মধ্যপ্রদেশ পুলিশ ।

আটক
আটক

By

Published : Apr 11, 2020, 2:26 PM IST

ভোপাল, 11 এপ্রিল: দিল্লির তাবলিঘি জামাত থেকে ফিরে তথ্য গোপন করেছেন। এই অভিযোগে 64 জন বিদেশিকে আটক করল মধ্যপ্রদেশ পুলিশ । তাঁদের মধ্যে কয়েকজন কোরোনা আক্রান্ত হওয়ায় চিকিৎসাধীন রয়েছেন । দশজন ভোপালেই ছিলেন। দিল্লির এই জামাতে জমায়েতের কারণে দেশে কোরোনা সংক্রণের হার অনেকটাই বাড়িয়ে দিয়েছে । তাবলিঘি থেকে ফিরে আসা ব্যক্তিদের দ্রুত আটক করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান । এরপরেই তড়িঘড়ি জামাত থেকে ফেরা ওই ব্যক্তিদের খুঁজে বের করে আটক করা হয় ।

অতিরিক্ত পুলিশ সুপারিনটেন্ডেন্ট রাজাত সাকলেচা বলেন, "দিল্লির জামাতের অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরে এসে সেই তথ্য গোপন রাখার অভিযোগে আমরা রাজ্যের 13টি জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে FIR দায়ের করেছি । দিল্লিতে পৌঁছানোর আগে তাঁরা বিভিন্ন শহরের মসজিদে কিছুদিন করে আশ্রয় নিচ্ছিলেন । তাবলিঘি জামাতের অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরে আসার পর সেই তথ্য গোপন করেন তাঁরা । এঁদের জন্য সংক্রমণের আশঙ্কা আরও বেড়ে গিয়েছে । এঁদের বিরুদ্ধে পাঁচটি পৃথক থানায় FIR দায়ের হয়েছে ।"

এঁরা মায়ানমার, ইন্দোনেশিয়া, ফ্রান্স, বেলজিয়াম, কিজিকিস্তানের বাসিন্দা । প্রত্যেকের বিরুদ্ধে ভিসা শর্তাদি লঙ্ঘনের অভিযোগে ফরেনার্স অ্যাক্টে মামলা দায়ের হয়েছে । এছাড়াও ভারতীয় দণ্ডবিধির (IPC) বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সাকলেচা । এঁদের মধ্যে আটজনের স্বাস্থ্য পরীক্ষায় কোরোনা পজ়িটিভের উল্লেখ রয়েছে । বিভিন্ন হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন । বাকিদের কোয়ারানটাইনে রাখা হয়েছে ও তাঁদের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । সুস্থ হলে তাঁদের প্রত্যেকের কাছ থেকে জরিমানা নেওয়া হবে । এছাড়াও কেন্দ্রীয় সরকারের তরফে তাঁদের কালো তালিকাভুক্ত করে ভারতে প্রবেশ নিষিদ্ধ করা হবে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details