পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ধর্ষিতা নাবালিকার গর্ভপাতের অনুমতি মধ্যপ্রদেশ হাইকোর্টের - supreme court on abortion

নিগৃহীতার বাড়ি জব্বলপুরের নিওয়াড়ি জেলায় ৷ কর্মসূত্রে বদলি হওয়ায় নাবালিকার বাবা-মা তাকে এবং তার ভাইকে টিকমগড়ে এক আত্মীয়ের কাছে রেখে যান ৷ যাতে মন দিয়ে ভাই-বোন পড়াশোনা করতে পারে ৷ সেই কাকাই ধর্ষণ করে নাবালিকাকে ৷ ভাইকে প্রাণনাশের হুমকিও দেয় ৷ আতঙ্কে গোটা বিষয়টি লুকিয়ে রাখে সে ৷

ধর্ষিতা নাবালিকার গর্ভপাতের অনুমতি মধ্যপ্রদেশ হাইকোর্টের

By

Published : Oct 23, 2019, 4:09 AM IST

Updated : Oct 23, 2019, 4:58 AM IST

জব্বলপুর. 23 অক্টোবর : 27 সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নাবালিকাকে গতকাল গর্ভপাতের অনুমতি দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট । নিগৃহীতার মায়ের ইচ্ছেকে সম্মান জানিয়ে এই রায় দেয় আদালত৷ ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে 11 বছরের ওই নাবালিকা ৷ বিচারপতি নন্দিতা দুবে এই রায় দেন ৷ নিগৃহীতার মা আবেদন জানিয়েছিলেন আদালতে, সেই প্রেক্ষিতেই দেওয়া হয়েছে রায়৷ রাজ্য স্বাস্থ্য দপ্তরকে সবরকম দায়িত্ব নিতেও বলা হয়েছে ৷

যদিও মেডিকেল বোর্ড এই রায়দানের আগে দুবার জানিয়েছিল, নাবালিকার গর্ভপাত করা ঠিক হবে না ৷ কিন্তু আবেদনকারীর কৌঁসুলির তরফে একই পরিস্থিতির শিকার 13 বছরের এক কিশোরীর ক্ষেত্রে গর্ভপাতের অনুমতির দৃষ্টান্ত পেশ করা হয় আদালতে ৷ নিগৃহীতার মা লিখিত একটি বিবৃতিও জমা দেন আদালতে ৷ বলেন, অস্ত্রোপচারের কারণে তাঁর সন্তানের প্রাণসংশয় হলে, সেই সংক্রান্ত সব দায়িত্ব তাঁর ৷

নিগৃহীতার বাড়ি জব্বলপুরের নিওয়াড়ি জেলায় ৷ কর্মসূত্রে বদলি হওয়ায় নাবালিকার বাবা-মা তাকে এবং তার ভাইকে টিকমগড়ে এক আত্মীয়ের কাছে রেখে যান ৷ যাতে মন দিয়ে ভাই-বোন পড়াশোনা করতে পারে ৷ সেই কাকাই ধর্ষণ করে নাবালিকাকে ৷ ভাইকে প্রাণনাশের হুমকিও দেয় ৷ আতঙ্কে গোটা বিষয়টি লুকিয়ে রাখে সে ৷ সেপ্টেম্বর মাস নাগাদ নাবালিকার শারীরিক পরিবর্তন দেখে তার মায়ের সন্দেহ হয় ৷ সেই সময় ঘটনা প্রকাশ্যে আসে ৷

2017 সালে চণ্ডীগড়ের 32 সপ্তাহের অন্তঃসত্ত্বা এক কিশোরীর গর্ভপাতের আর্জি খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট । দশ বছরের মেয়েটির শারীরিক অবস্থা বিচার করে সুপ্রিম কোর্ট সে বার জানিয়েছিল, গর্ভপাত ওই নাবালিকা ও ভ্রূণ, দু’জনের পক্ষেই বিপজ্জনক । পরে সে সন্তানের জন্ম দিয়েছে । যদিও একই বছরে মুম্বইয়ের এক নাবালিকার ক্ষেত্রে গর্ভপাতের অনুমতি দেয় আদালত ৷ সেক্ষেত্রেও ভ্রূণের বয়স পেরিয়েছিল 30 সপ্তাহ ৷

1971 সালের গর্ভপাত আইন (MTP) অনুযায়ী, ভ্রূণের বয়স 20 সপ্তাহ হয়ে গেল, প্রসব কিংবা গর্ভপাত দুয়ের ক্ষেত্রেই প্রাণের ঝুঁকি রয়ে যায় ৷ এক্ষেত্রে শারীরিক ও মানসিক পরিস্থিতি দুটিই বিচার্য ৷ কিন্তু আইন অনুযায়ী, ভ্রূণের বয়স 20 সপ্তাহ পেরিয়ে গেলে গর্ভপাতের ক্ষেত্রে আদালতের অনুমতি প্রয়োজন ৷

Last Updated : Oct 23, 2019, 4:58 AM IST

ABOUT THE AUTHOR

...view details