পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রয়াত মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি ট্যান্ডন - Lalji Tandon passes away

প্রয়াত মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি ট্যান্ডন ।

Lalji Tandon
Lalji Tandon

By

Published : Jul 21, 2020, 7:33 AM IST

Updated : Jul 21, 2020, 8:21 AM IST

ভোপাল, 21 জুলাই : প্রয়াত মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি ট্যান্ডন । বয়স হয়েছিল ৮৫ । ১১ জুন থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি ।

শ্বাসকষ্টের সমস্যা ও জ্বর থাকায় তাঁকে লখনউয়ের হাসপাতালে ভরতি করা হয়েছিল । কয়েকদিন আগে থেকে ক্রিটিকাল কেয়ার ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে । আর আজ সকালে তাঁর মৃত্যুর খবর জানান ছেলে আশুতোষ ট্যান্ডন ।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও ।

তিনি অসুস্থ হওয়ার পরই মধ্যপ্রদেশের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছিলেন আনন্দীবেন প্যাটেল ।

Last Updated : Jul 21, 2020, 8:21 AM IST

ABOUT THE AUTHOR

...view details