ভোপাল, 28 জুন : শহর থেকে কিছুটা দূরে । রাস্তায় লোক বলতে জনা দশেক । হোসাঙ্গাবাদের কোনও আন্ডারপাসের পাশে একটা জায়গায় একটা কালো গাড়ি দাঁড়িয়ে । যাতে এলোপাথাড়ি রড, লাঠি পেটাচ্ছে ছয়-আট জন । কিছুক্ষণ বাদেই দুষ্কতীরা ভেঙে ফেলে গাড়ির কাচ । তারপর গাড়ির দরজা খুলতেই একজনকে পালাতে দেখা যায় । আর ঠিক তার তিন-চার সেকেন্ডের মধ্যেই গুলির আওয়াজ । বলতে শোনা যায় "মার দিয়া উসকো ।"
মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদে গতকাল প্রকাশ্যে খুন হন হোসাঙ্গাবাদের বিশ্বহিন্দু পরিষদের জেলার প্রধান । তিনি গো-রক্ষা কমিটির সদস্যও । রড দিয়ে পিটিয়ে, গুলি করে রবি বিশ্বকর্মা (35)- কে খুন করা হয় । এক প্রত্যক্ষদর্শী ঘটনার ভিডিয়ো করে । যা ভাইরাল হয় নেট দুনিয়ায় । সেখান থেকেই সামনে আসে নৃশংস হত্যার ছবি । মানবিকতাকে ছাপিয়ে যায় পৈশাচিকতা । গুলি করেই রেহাই হয়নি দুষ্কৃতীরা । গাড়ি থেকে পাঁজাকোলা করে বের করে রড দিয়ে পেটানোও হয় বিস্তর । পরে গতকাল বিকেলে পুলিশ খুনের ঘটনা স্বীকার করে ।