পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মধ্যপ্রদেশে ভারী বৃষ্টির জেরে ভেঙে পড়ল বাড়ি, মৃত 2 - মধ্যপ্রদেশের দেওয়াসে ভেঙে পড়ল বাড়ি

সূত্রের খবর, 12 ঘণ্টা হতে চললেও এখনও ধ্বংসস্তূপে আটকে রয়েছেন প্রায় 12 জন । মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে ।

Madhya Pradesh
মধ্যপ্রদেশে ভেঙে পড়ল বাড়ি

By

Published : Aug 26, 2020, 12:43 PM IST

দেওয়াস (মধ্যপ্রদেশ), 26 অগাস্ট : ভারী বৃষ্টির জেরে মধ্যপ্রদেশের দেওয়াসে ভেঙে পড়ল বাড়ি । মৃত দুই । আহত কয়েকজন । ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে কমপক্ষে 16 জনকে । সূত্রের খবর, এখনও কমপক্ষে 12 জন আটকে রয়েছেন । ঘটনাস্থানে রয়েছে NDRF-এর টিম ।

ভারতের বেশিরভাগ রাজ্যেই চলছে বৃষ্টি । মধ্যপ্রদেশের বেশ কয়েকটি জায়গায় কয়েকদিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে । পুলিশের প্রাথমিক অনুমান, ভারী বৃষ্টির জেরেই গতকাল দেওয়াসের বাড়িটি ভেঙে পড়ে । গতকাল থেকে শুরু হয় উদ্ধারকাজ । আজ সকালে দু'জনের মৃত্যুর খবর সামনে আসে ।

ঘটনাস্থানে রয়েছে NDRF-এর টিম, চলছে উদ্ধারকাজ

দেওয়াসের অ্যাডিশনাল সুপারইনটেনডেন্ট অফ পুলিশ এবিষয়ে জানান, স্টেশন রোডে লাল গেটের কাছে একটি বাড়ি ভেঙে পড়েছে । গত দু-তিন দিন ধরে একনাগাড়ে ভারী বৃষ্টির জেরেই বাড়িটি ভেঙে পড়ে ।

এবিষয়ে NDRF-এর ডিরেক্টর জেনেরাল (মধ্যপ্রদেশ) জানান, NDRF-এর টিম উদ্ধারকাজ চালাচ্ছে । বাড়িটি পাঁচ থেকে ছয় বছর আগে তৈরি হয়েছে । বাড়ির মালিক জ়াকির শেখের সঙ্গে আমরা কথা বলেছি ।

সূত্রের খবর, 12 ঘণ্টা হতে চললেও এখনও ধ্বংসস্তূপে আটকে রয়েছে প্রায় 12 জন । মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে ।

ABOUT THE AUTHOR

...view details