পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারতে নিষিদ্ধ চিনা অ্যাপ, চাহিদা তুঙ্গে হায়দরাবাদে দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যাপ

মুক্তর শহরে তৈরি আরও একটি অ্যাপ্লিকেশন VacYa লকডাউনের সময় দেশজুড়ে জনপ্রিয়তা লাভ করেছে ৷ লকডাউনের তিন মাসে এই প্লাটফর্মে প্রায় এক লাখ সাইন আপ হয়েছে ৷ বর্তমানে এটি ভারতে তৈরি বৃহত্তম যোগাযোগ ও সমন্বয় সৃষ্টিকারী প্লাটফর্ম ৷

By

Published : Jul 12, 2020, 8:10 PM IST

image
দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যাপ

হায়দরাবাদ, 12 জুলাই : 59 টি জনপ্রিয় মোবাইল অ্যাপ ভারতে নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার ৷ এই অ্যাপগুলি ভারতে বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল ৷ তাই ভারতীয়দের কথা মাথায় রেখে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে কয়েকটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে ৷ তেমনই হায়দরাবাদে তৈরি মেড ইন ইন্ডিয়ার অ্যাপগুলি হল ডাবশুট, VacYa এবং জাস্ট -এ-সি ৷

ডাবশুট মোবাইল অ্যাপের অন্যতম প্রতিষ্ঠতা ও CEO পি. ভেঙ্কটেসওয়ারা রাও বলেন, ‘‘প্রধানমন্ত্রীর ডাকে ভারতে তৈরি প্রোডাক্টে ভারতীয়রা ভালো সাড়া দিয়েছে ৷ এবং অনান্য জিনিসের সঙ্গে মোবাইল অ্যাপেও সেই বিপ্লব এসেছে ৷’’

যদিও তাঁর সংস্থা ভারতে চিনা অ্যাপ বয়কট করার আগেই বাজারে এসেছিল ৷ অনেক ব্যবহারকারী দেশীয় প্রযুক্তিতে তৈরি এই মোবাইল অ্যাপের প্রতি তাদের আস্থা দেখিয়েছেন ৷ রাও আরও বলেন, ‘‘ এটা প্রমাণিত যে ডাবশুটের প্রায় 5 লাখ ইউজার জুনের আগেই হয়ে গেছে ৷ কিন্তু শেষ সপ্তাহে সেই গতিটা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে ৷’’

ভেঙ্কটেসওয়ারা রাও আরও যোগ করেন, ‘‘ ডাবশুট একটি প্রযুক্তিগতভাবে শক্তিশালী একটি প্লাটফর্ম ৷ যার অনেকগুলি ফিচার ও কনটেন্ট মেকিং টুলস আছে ৷ সিনেমা বা অন্যকোথাও কোনও সেলেব্রেটির কোনও ডায়লগ রেন্ডার হওয়ার পর সেহুলি ডাব করা যাবে ৷ এই প্লাটফর্মটি ভারতের সমস্ত ভাষা সাপোর্ট করে ৷ এমনকী হিন্দি ও ইংরেজি ভাষাতেও ব্যবহার করা যাবে ৷ ব্যবহারকারীর সম্মতি ছাড়া ডাবশুট কখনও ইউজারের তথ্য আপলোড করে না ৷’’ ভারতে ছাড়াও ডাবশুট ইউনাইটেড স্টেট, মিডল ইস্ট নেশন ও শ্রীলঙ্কাতেও বেশ ভালোই জনপ্রিয়তা লাভ করেছে ৷

মুক্তর শহরে তৈরি আরও একটি অ্যাপ্লিকেশন VacYa লকডাউনের সময় দেশজুড়ে জনপ্রিয়তা লাভ করেছে ৷ লকডাউনের তিন মাসে এই প্লাটফর্মে প্রায় এক লাখ সাইন আপ হয়েছে ৷ বর্তমানে এটি ভারতে তৈরি বৃহত্তম যোগাযোগ ও সমন্বয় সৃষ্টিকারী প্লাটফর্ম ৷ এমনটাই দাবি করা হয়েছে অ্যাপ ডেভেলপার কোম্পানির তরফে ৷

VacYa মিট এন্টারপ্রাইজ কর্মচারী, ভার্চুয়াল দলগুলি এবং সরকার, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং আরও অনেকগুলি ক্ষেত্রে ব্যবহারকারীদের রিয়েল-টাইমে সহযোগিতা করতে সক্ষম যেহেতু তারা একই চ্যাট রুম ব্যবহার করে ৷ VacYa সলিউসন নিরাপত্তা ব্যবস্থা অটুট রেখে ব্যবসায়িক প্রক্রিয়াগুলি সহজাত করতে, আরও উন্নত রেজাল্ট দিতে ও দৈন্যদিন ক্রিয়াকর্মে দক্ষতা বাড়াতে সাহায্য করে ৷

VacYa -এর প্রতিষ্ঠাতা চন্দ্রা এস পতিনেনি বলেন, ‘‘ হাজার হাজার লোক আমাদের অ্যাপ ব্যবহার করছে ৷ এবং এটা সুষ্ঠভাবে এগিয়ে চলেছে ৷ ব্যবহারকারীরা এর সরলতাকে প্রশংসা করছে ৷ অ্যাকপ ডিজ়াইন, ডেভালপ, নেটওয়র্কের সংস্কার, প্লাটফর্ম ও অ্যাপ্লিকেসন করার সময় ব্যবহারকারীদের তথ্য নিরাপত্তার দিকে সব থেকে বেশি নজর দেওয়া হয়েছে ৷ ’’

VacYa সার্বিকভাবে ভারতীয় সার্ভারের উপর নির্ভর করে ৷ যেহেতু ভারত সরকার কয়েকটি বিদেশী অ্যাপ নিষিদ্ধ করেছে, তাই চন্দ্রা এস পতিনেনি মনে করেন,VacYa বর্তমানে গ্রাহকদের মন জয় করার জন্য ভালো জায়গায় আছে ৷

আর একটি উল্লেখযোগ্য মোবাইল অ্যাপ হল জাস্ট-এ-সি ৷ এই অ্যাপে গ্রাহকরা পার্সোনালাইজ়ড নোটিফিকেশন পাওয়া যায় ৷ যার ফলে এতে গ্রাহকদের তথ্য সুরক্ষিত থাকে ৷

ABOUT THE AUTHOR

...view details