দিল্লি, 5 জুলাই : CBI থেকে অপসারিত অতিরিক্ত অধিকর্তা এম নাগেশ্বর রাও । তাঁকে দমকল, অসামরিক প্রতিরক্ষা ও হোমগার্ড বাহিনীর DG পদে পাঠানো হয়েছে । ওড়িশা ক্যাডারের 1986 ব্যাচের IPS রাও এর আগে CBI-র দু'বার অন্তর্বর্তী প্রধান হয়েছিলেন ।
অপসারিত নাগেশ্বর রাও, চিটফান্ড তদন্তের কী হবে ? - saradha
CBI থেকে সরিয়ে দেওয়া হল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অধিকর্তা এম নাগেশ্বর রাওকে । সারদা-রোজ়ভ্যালিসহ একাধিক গুরুত্বপূর্ণ চিটফান্ড মামলার তদন্তে মুখ্য তদন্তকারী আধিকারিকের দায়িত্ব পালন করছিলেন নাগেশ্বর ।
গত বছরে তৎকালীন DG অলোক ভার্মা ও তাঁর ডেপুটি রাকেশ আস্থানার মধ্যে বিবাদ চরমে ওঠে । জানুয়ারিতে দু'জনকেই সরিয়ে দেওয়া হয় । এরপর অন্তর্বর্তীকালীন দায়িত্ব পান নাগেশ্বর রাও । যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে স্বপদে ফিরিয়ে আনা হয় অলোককে । এর দু'দিন পর সরকার থেকে ফের একবার সরিয়ে দেওয়া হয় তাঁকে । সেসময় অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলান নাগেশ্বর । পরবর্তী সময়ে ঋষিকুমার শুক্লাকে DG নিয়োগ করা হয় । অতিরিক্ত অধিকর্তার দায়িত্ব দেওয়া হয় রাওকে ।
সারদা-রোজ়ভ্যালিসহ একাধিক গুরুত্বপূর্ণ চিটফান্ড মামলার তদন্তে মুখ্য তদন্তকারী আধিকারিকের দায়িত্ব পালন করছিলেন নাগেশ্বর । CBI সূত্রে খবর, রক্ষাকবচ উঠলেই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে নিয়ে কড়া পদক্ষেপ নিতে পারে তারা । এর মাঝে নাগেশ্বর রাওকে সরিয়ে দেওয়া, কিসের ইঙ্গিত দিচ্ছে ? এক মহল বলছে, হয়তো আরও কড়া ধাঁচের কাউকে সেই পদে বসিয়ে দ্রুত পদক্ষেপ করতে পারে CBI । অন্যপক্ষ বলছে, এবার কিছুটা স্বস্তি পেতে পারেন রাজীব ।