লুধিয়ানা (পঞ্জাব), 5 অগাস্ট : বিশ্বাস, একদিন তিনি সর্বশক্তিমানের কাছে পৌঁছে যাবেন । এই বিশ্বাস আর আশা নিয়ে 'রাম রাম' লিখে 550 টি নোটবুক শেষ করে 21 বছর বয়সী লুধিয়ানার দীক্ষা সুদ। 2017 সালে 250 টি নোটবুকে 'রাম রাম' লিখে দীক্ষা ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে স্বর্ণপদক পেয়েছিলেন। এখন তিনি রামালালার প্রতি তার ভক্তি দেখানোর জন্য মন্দির কর্তৃপক্ষের কাছে তার সমস্ত অনুলিপি উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছেন।
নিজের অভিজ্ঞতা বলতে গিয়ে সুদ বলেন, "আমি 2010 সাল থেকে 'রাম রাম' লেখা শুরু করেছি। ছোটবেলা থেকেই রাম নামে আমি মুগ্ধ। সেই কারণে আমি পরিবারের সাথে ‘সৎসঙ্গে' যোগ দিতাম। আমি এখন আমার সমস্ত নোটবুকগুলি অযোধ্যার নির্মীয়মান মন্দিরটিতে উৎসর্গ করতে চাই । "