লখনউ, 23 ফেব্রুয়ারি : 'গর্ভ সংস্কার' নিয়ে কোর্স করাবে লখনউ বিশ্ববিদ্য়ালয়৷ দেশে প্রথম বিশ্ববিদ্য়ালয় হিসেবে এমন একটা কোর্স চালু করতে চলেছে তারা৷ নতুন শিক্ষাবর্ষেই চালু হয়ে যাবে এই পাঠ্য়ক্রম৷ এবিষয়ে সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্স করা যাবে৷ শুধু ছাত্রীরাই নয়, ছাত্ররাও এই কোর্সে পড়াশোনা করতে পারে।
'গর্ভ সংস্কার' কোর্সের অন্যতম বিষয় মাতৃত্ব । অর্থাৎ একজন অন্তঃসত্ত্বা কী পরবেন, কী খাবেন, কীরকম ব্যবহার করবেন তা শেখানো হবে এই কোর্সে । পাশাপাশি কীভাবে নিজেকে সুস্থ রাখবেন, কী ধরনের সংগীত তাঁর জন্য ভালো তা নিয়েও প্রশিক্ষণ দেওয়া হবে ।
লখনউ বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র দুর্গেশ শ্রীবাস্তব এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, উত্তরপ্রদেশ রাজ্য় বিশ্ববিদ্যালয়গুলির আচার্য তথা রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল মনে করেন প্রত্যেক মেয়ের মাতৃত্ব নিয়ে জ্ঞান থাকা উচিত । মায়ের ভূমিকার সঠিকভাবে পালনের জন্য তাঁদের প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন । সেই কারণেই তিনি এই কোর্স শুরুর প্রস্তাব রেখেছিলেন । এবং সেই প্রস্তাব মেনেই বিশ্ববিদ্যালয় কোর্সটি চালু করার পদক্ষেপ করে । শ্রীবাস্তব বলেন, "কোর্সের জন্য একটি গাইডলাইন ইতিমধ্যে তৈরি করা হয়েছে । 16টি মূল্য়বোধ ছাত্রীদের শেখানো হবে । প্রধানত পরিবার পরিকল্পনা এবং গর্ভাবস্থায় পুষ্টি সংক্রান্ত জ্ঞান দেওয়া হবে পড়ুয়াদের ।"
কোর্সটির প্রশংসা করে এক ছাত্র । এরকম কোর্সের প্রয়োজন রয়েছে বলে মনে করে সে৷ সঞ্জীব নামের ওই ছাত্র জানিয়েছে, কোর্সটি সত্যিই খুব ভালো । এটি একটি স্পর্শকাতর বিষয় । যদি মাতৃত্বের প্রশিক্ষণ দেওয়া হয় তবে এক দম্পতি ভালোভাবে সন্তান পালন করতে পারবে ।
এক অভিজ্ঞ স্ত্রীরোগ বিশেষজ্ঞ মধু গুপ্তার মতে, এই কোর্স নারী এবং শিশুকল্যাণে সাহায্য করবে ।