পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ট্রাক্টর-বাসের সংঘর্ষ, মৃত 5 - bus accident

লখনউ-আগরা এক্সপ্রেসওয়েতে ট্রাক্টরের সাথে বাসের সংঘর্ষে মৃত্যু হয়েছে পাঁচজনের

উন্নাও বাস দুর্ঘটনা

By

Published : May 18, 2019, 12:10 PM IST

উন্নাও (উত্তর প্রদেশ ) 18 মে : ট্রাক্টরের সাথে বাসের ধাক্কা । দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচজনের । আহত কমপক্ষে 30 । গতকাল রাত 8টা 21 মিনিটে লখনউ-আগরা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে ।

বাসটি দিল্লি থেকে বিহার যাওয়ার পথে বঙ্গারামো এলাকায় একটি ট্রাক্টরের সাথে ধাক্কা মারে । ঘটনাস্থানেই মৃত্যু হয় পাঁচজনের । দুর্ঘটনার খবর পেয়ে এলাকা আসে পুলিশ । শুরু হয় উদ্ধারকাজে । আহতদের উদ্ধার করে লখনউ ট্রমা সেন্টার হাসপাতালে পাঠানো হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details