পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jul 28, 2020, 5:34 PM IST

ETV Bharat / bharat

কমছে সংখ্য়া, তিন মাসে সব থেকে কম আক্রান্ত মুম্বইয়ে

মুম্বইয়ে একদিনে কোরোনা আক্রান্ত 700 জন ৷ গত 100 দিনে আক্রান্তের নিরীখে যা সবচেয়ে কম ৷

lowest single day covid cases in Mumbai
তিন মাসে সর্বনিম্ন কোরোনা আক্রান্তের হদিশ মুম্বইয়ে

মুম্বই, 28 জুলাই : একদিকে রেকর্ড নমুনা পরীক্ষা ৷ অপরদিকে একদিনের নিরীখে সবচেয়ে কম কোরোনা আক্রান্ত মুম্বইয়ে ৷ এদিন মোট 8 হাজার 776 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয় ৷ তার মধ্যে মাত্র 700 জনের রিপোর্ট পজিটিভ আসে বলে জানা গিয়েছে ৷ গত 100 দিনে যা সর্বনিম্ন আক্রান্তের সংখ্যা বলেই জানা গিয়েছে ৷ বর্তমানে মুম্বইয়ে কোরোনায় সুস্থ হওয়ার হার 73 শতাংশ ৷ গত 20 থেকে 26 জুলাইয়ের মধ্যে কোরোনায় সুস্থতার হার বেড়েছে 1.03 শতাংশ ৷

এদিন টুইট করে আদিত্য ঠাকরে বলেন, "মুম্বইয়ে একদিনে মাত্র 700 জনের শরীরে কোরোনা সংক্রমণের হদিশ মিলেছে ৷ এখনও পর্যন্ত যা একদিনের নিরীখে সবচেয়ে কম ৷ এটা অত্যন্ত খুশির খবর ৷ একদিনে এদিন সর্বোচ্চ 8 হাজার 776 জনের কোরোনা পরীক্ষা করা হয় ৷ তিনমাস পর এটা খুবই স্বস্তির খবর ৷ "

এখনও পর্যন্ত মহারাষ্ট্রে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 3 লাখ 76 হাজারের ওপর ৷ যার মধ্যে সুস্থ হয়েছেন 2 লাখ 13 হাজারের ওপর মানুষ ৷ মৃত্যু হয়েছে 13 হাজারের বেশি মানুষের ৷ আক্রান্তদের মধ্যে 1 লাখ 10 হাজার 182 জন মুম্বইয়ের বাসিন্দা রয়েছে ৷ যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা 21 হাজার 812 জন ৷ থানে এলাকায় আক্রান্তের সংখ্যা 34 হাজার 471 ৷ পুনেতে আক্রান্ত হয়েছে 48 হাজার 672 ৷ অপরদিকে, মুম্বইয়ের বৃহত্তম বস্তি ধারাভিতে কোরোনা সংক্রমণ নিযন্ত্রণে রয়েছে ৷ এখনও পর্যন্ত সেখানে 2 হাজার 540 জনের শরীরে কোরোনা সংক্রমণের খোঁজ মিলেছে ৷ যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা মাত্র 98 ৷

উল্লেখ্য, দেশের মধ্যে কোরোনা পরিস্থিতি সবথেকে খারাপ মহারাষ্ট্রে ৷ দিনের পর দিন সেখানে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা ৷ সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা ৷ এই পরিস্থিতিতে একদিনে কোরোনায় আক্রান্তের এই সংখ্যা কিছুটা হলেও স্বস্তিতে স্বাস্থ্য দপ্তর ৷

ABOUT THE AUTHOR

...view details