দিল্লি, 4 ফেব্রুয়ারি : কেন্দ্রীয় সংস্থাগুলি "লাভ জেহাদ"-র কোনও রিপোর্ট জমা করেনি । দেশের বর্তমান আইনে "লাভ জেহাদ"-এর ব্যাখ্যা নেই । আজ একথা জানানো হল কেন্দ্রের তরফে ।
কেরালার এক কংগ্রেস নেতা বেন্নি বেহনান প্রশ্ন করেছিলেন, কেন্দ্রীয় কোনও সংস্থা গত দু'বছরে সমুদ্র উপকূলবর্তী রাজ্যে "লাভ জেহাদ" সংক্রান্ত কোনও ঘটনার রিপোর্ট জমা করেছে কি না । তার উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদের কথা উল্লেখ করা হয় ।
কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি এপ্রসঙ্গে বলেন, "ভারতীয় সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদ নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা দেয় । সেই স্বাধীনতা অনুযায়ী তাঁদের নিজস্ব ধর্ম পালনের অধিকার রয়েছে ।" কেরালা হাইকোর্ট সহ অন্য আদালতও এই বিষয়টি সমর্থন করে । তবে তিনি জানান, কেরালার দুটি ভিন্ন ধর্মের বিয়ের ঘটনার রিপোর্ট করেছিল ন্যাশনাল ইন্ভেস্টিগেশন এজেন্সি ।
এই প্রথম সরকার অফিশিয়ালি "লাভ জেহাদ" থেকে নিজেদের দূরে সরাল। ডানপন্থী দলগুলি মূলত হিন্দু মহিলা এবং মুসলিম পুরুষের সম্পর্কের বিষয়ে এই শব্দ দু'টি ব্যবহার করে । তারা মনে করে, এই সম্পর্ক আসলে হিন্দু মহিলাদের ধর্মান্তরণের চেষ্টা ।