পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

8 মাসেই দিল্লিতে ফুটবে পদ্ম, চ্যালেঞ্জ গম্ভীরের - ATISHI

ভোটে জিতেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে একহাত নিলেন ক্রিকেটার টার্নড পলিটিশিয়ান গোতি ।

গৌতম গম্ভীর

By

Published : May 24, 2019, 10:05 PM IST

দিল্লি, 24 মে : "8 মাসের মধ্যে দিল্লিতে ফুটবে পদ্ম ।" হুঙ্কার পূর্ব দিল্লির নব নির্বাচিত BJP সাংসদ গৌতম গম্ভীরের। ভোটে জিতেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে একহাত নিলেন ক্রিকেটার টার্নড পলিটিশিয়ান গোতি ।

মার্চ মাসে BJP-তে যোগ দেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার । আর রাজনৈতীক জীবনের ওপেনিংটাও করলেন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে । প্রতিপক্ষ মোটেও সহজ ছিল না। কংগ্রেসের টিকিটে লড়ছিলেন দিল্লির প্রাক্তন মন্ত্রী অরবিন্দর সিং লাভলি, এদিকে AAP-এর হয়ে ছিলেন অতিশি ।

নির্বাচনী প্রচার পর্বের শুরু থেকেই একের পর এক বিতর্ককে কেন্দ্র করে AAP নেতৃত্বের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন গৌতম । তাঁর বিরুদ্ধে আপত্তিকর প্যামফ্লেট বিলি করার অভিযোগ তুলেছিলেন AAP প্রার্থী । সেই অভিযোগ পয়েন্টের উপর দিয়ে উড়িয়ে গৌতম বলেছিলেন তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন ।

ফলাফল প্রকাশ হতেই দেখা যায় 3 লাখের বেশি ব্যবধানে জিতেছেন গৌতম । এরপর AAP-এর অভিযোগের বাউন্সার ঝোড়ো ব্যাটিংয়ে উড়িয়ে দেন গৌতম । পাশাপাশি অরবিন্দ কেজরিওয়ালকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, "গত সাড়ে চার বছরে দিল্লিজুড়ে আবর্জনা ছড়িয়েছে AAP । এবার দিল্লিতে ফুটবে পদ্ম।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details