পাটনা, 30 নভেম্বর : পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে মাথায় হাত আম-জনতার ৷ পেঁয়াজ নিয়ে হাহাকার পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে ৷ তারই খণ্ডচিত্র শনিবার ধরা পড়ল বিহারের পটনায় ৷ পেঁয়াজ কিনতে দেখা গেল সাধারণ মানুষের দীর্ঘ লাইন ৷ বিহার রাজ্য সমবায় বিপণন সমিতির তরফে আজ 35 টাকায় পটনায় পেঁয়াজ বিক্রি করা হয় । সেই পেঁয়াজ কিনতে আজ লাইন দেয় সাধারণ মানুষ ।
প্রতি কেজি 35 টাকা ! পেঁয়াজ কিনতে দীর্ঘ লাইন বিহারে - বিহার
পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে মাথায় হাত আম-জনতার ৷ বিহার সরকারের পক্ষ থেকে 35 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে পেঁয়াজ ৷ আর তা কিনতে শনিবার দেখা গেল দীর্ঘ লাইন ৷
পশ্চিমবঙ্গের বাজারে এখন পেঁয়াজের দাম কেজি পিছু 100 টাকা ছাড়িয়েছে ৷ বেশ কিছুদিন ধরে পেঁয়াজের দাম ঘোরাফেরা করছিল কেজি পিছু 70 থেকে 80 টাকার মধ্যে ৷ মাঝে কিছুদিন দাম একটু কমলেও ফের তা বেড়ে কেজি পিছু 100 টাকা ছাড়িয়েছে ৷ পাল্লা দিয়ে বাড়ছে অন্যান্য সবজির দামও ৷
নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধিতে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ ৷ অভিযোগ, চাষিরা মাত্র 8-10 টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করলেও তা খুচরো বাজারে ক্রেতাকে কিনতে হচ্ছে 110-120 টাকা কেজি দরে । রাজ্যের বাজারগুলিতে টাস্ক ফোর্সের নজরদারির অভাবে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলে বিভিন্ন মহলের অভিযোগ ।