পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

15 সেপ্টেম্বর বাণিজ্যিক উপদেষ্টা কমিটির বৈঠক ডাকবেন ওম বিড়লা

বিরোধীরা যে ইশুগুলি বলেছিল, সেগুলি নিয়ে আজকের বৈঠকে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি । 15 সেপ্টেম্বর অধ্যক্ষ আরও একটি বৈঠক ডাকবেন বাণিজ্যিক উপদেষ্টা কমিটির । সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে, কোন ইশুগুলি তোলার অনুমতি মিলবে ।

অধীর চৌধুরি
অধীর চৌধুরি

By

Published : Sep 13, 2020, 9:52 PM IST

দিল্লি, 13 সেপ্টেম্বর : কংগ্রেসের তরফে যে ইশুগুলি তোলা হয়েছিল, তা নিয়ে কোনও সিদ্ধান্তে আসতে পারেনি বাণিজ্যিক উপদেষ্টা কমিটি । 15 সেপ্টেম্বর আরও একবার বাণিজ্যিক উপদেষ্টা কমিটির বৈঠক ডাকবেন লোকসভার অধ্যক্ষ ওম বিরলা । আজ এই কথা জানালেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি ।

আজ বাণিজ্যিক উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এক সাংবাদিক বৈঠক অধীররঞ্জন চৌধুরি বলেন, “বিরোধীরা যে ইশুগুলি বলেছিল, সেগুলি নিয়ে আজকের বৈঠকে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি । 15 সেপ্টেম্বর অধ্যক্ষ আরও একটি বৈঠক ডাকবেন বাণিজ্যিক উপদেষ্টা কমিটির । সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে, কোন ইশুগুলি তোলার অনুমতি মিলবে ।”

তিনি আরও বলেন, “আমরা প্রস্তাব রেখেছিলাম বেকারত্ব, পরিযায়ী শ্রমিকদের অবস্থা ও দেশের আর্থিক পরিস্থিতির ইশুগুলি সংসদের অধিবেশেন পেশ করতে । আমরা সরকারকে বলেছিলাম, সংসদে আমাদের কথায় শোনা উচিৎ । আমরা চাই, কোরোনা, জাতীয় শিক্ষানীতি, পরিবেশ সংক্রান্ত নীতি, বন্যা, চিনের সঙ্গে সীমান্তে সমস্যা নিয়ে আলোচনা হোক । আমরা সংসদে মানুষের সমস্যাগুলির কথা তুলে ধরার কাজ চালিয়ে যাব ।”

আরও পড়ুন :বাদল অধিবেশনে যোগদানের আগে COVID-19 পরীক্ষা সাংসদদের

অধীরবাবু বলেন, "কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলগুলি জানতে চায়, ভারত-চিন সীমান্তে কী চলছে । আমরা জানতে চাই এ-বিষয়ে সরকার কী ভাবছে । চিনকে উত্তর দিতে সরকার যা সিদ্ধান্ত নেবে, আমরা তার সঙ্গে আছি ।"

আগামীকাল থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন । চলবে 1 অক্টোবর পর্যন্ত । কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবার সংসদের অধিবেশন থেকে বাদ রাখা হয়েছে কোয়েশ্চেন আওয়ার ও প্রাইভেট মেম্বারস বিজ়নেস ।

ABOUT THE AUTHOR

...view details