পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : May 23, 2019, 8:00 AM IST

Updated : May 23, 2019, 7:24 PM IST

ETV Bharat / bharat

Election Results Update : ফের একবার সরকার গড়ার পথে মোদি, গান্ধিনগরে জয়ী অমিত শাহ

ভোটগণনা চলছে

2019-05-23 17:10:22

দেশে ফের একবার মোদি ঝড় । ট্রেন্ড বলছে, এবার 300 ছাড়াচ্ছে BJP । 100-র কম আসন পেয়ে প্রায় নিশ্চিহ্ন UPA । তেলাঙ্গানা, অন্ধ্রপ্রদেশ বাদে প্রায় প্রত্যেক রাজ্যে একক আধিপত্য BJP-র । মোদি-অমিত শাহ এগিয়ে আছেন 2 লাখের বেশি ভোটে । আমেথিতে পিছিয়ে পড়েও কেরালা মুখ বাঁচাচ্ছে রাহুল গান্ধির ।

LIVE UPDATE :

ভোপাল থেকে জিতলেন সাধ্বী প্রজ্ঞা সিং । দিগ্বিজয় সিংকে হারালেন । হারলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া । নীতিন গড়করি নাগপুর থেকে জিতলেন ।

2019-05-23 15:58:34

হারলেন কংগ্রেস প্রার্থী মল্লিকার্জুন খাড়গে ও JD(U) প্রার্থী এইচ ডি দেবগৌড়া 

দিল্লিতে শীলা দীক্ষিতকে প্রায় 3 লাখ ভোটে হারালেন মনোজ তিওয়ারি 

নিউ দিল্লি আসন থেকে জয়ী মীনাক্ষি লেখি 

2019-05-23 15:14:35

LIVE UPDATE :

গান্ধিনগর থেকে অনায়াসে জিতলেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ।

2019-05-23 14:09:19

কেরালার ওয়াইনাড আসন থেকে 2 লাখের বেশি ভোট এগিয়ে রাহুল গান্ধি । যা কেরালার ইতিহাসে সর্বোচ্চ । শ্রীনগর আসন থেকে জয়ী ফারুক আবদুল্লা ।
 

2019-05-23 12:46:38

LIVE UPDATE :  হায়দরাবাদ লোকসভা কেন্দ্র থেকে এগিয়ে AIMIM প্রার্থী আসাদউদ্দিন ওয়েইসি

2019-05-23 12:15:53

LIVE UPDATE : হিমাচল প্রদেশের হামিরপুর কেন্দ্রে প্রায় 3 লাখ ভোটে জয়ী BJP প্রার্থী অনুরাগ সিং ঠাকুর 

2019-05-23 12:01:36

LIVE UPDATE : ভোপাল কেন্দ্রে প্রায় 45 হাজার ভোটে এগিয়ে সাধ্বী প্রজ্ঞা । এদিকে, কেরালার ওয়াইনাড কেন্দ্রে এগিয়ে প্রায় দেড় লাখ ভোটে এগিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ।  

2019-05-23 11:50:39

LIVE UPDATE : জঙ্গিপুর কেন্দ্রে BJP প্রার্থী সাক্ষী মহারাজ 2 লাখ ভোটে এগিয়ে

2019-05-23 11:47:35

LIVE আপডেট : তিরুবনন্তপুরম আসন থেকে 13 হাজার ভোটে এগিয়ে শশী থারুর

2019-05-23 11:38:41

LIVE আপডেট :  তৃতীয় রাউন্ড গণনার শেষে পিছিয়ে মেহবুবা মুফতি । এগিয়ে ন্যাশনাল কনফারেন্স

2019-05-23 11:34:54

LIVE আপডেট :  তৃতীয় রাউন্ড গণনার শেষে পিছিয়ে মেহবুবা মুফতি । এগিয়ে ন্যাশনাল কনফারেন্স

2019-05-23 11:30:00

LIVE আপডেট :  তৃতীয় রাউন্ড গণনার শেষে পিছিয়ে মেহবুবা মুফতি । এগিয়ে ন্যাশনাল কনফারেন্স

2019-05-23 10:46:24

স্মৃতি ইরানি

ছত্তিশগড়ের 11টি আসনের মধ্যে 9টি আসনে এগিয়ে রয়েছে BJP । আর কংগ্রেস এগিয়ে 2টি আসনে। অন্যদিকে মুম্বইয়ের 6টি আসনেই এগিয়ে রয়েছে শিবসেনা । গুজরাতে গান্ধিনগর আসনে এক লাখের বেশি ভোটে এগিয়ে রয়েছেন অমিত । আর BJP গুজরাতের 26টি আসনেই এগিয়ে রয়েছে ।

2019-05-23 10:34:57

পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে 24টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস । BJP এগিয়ে 14টি আসনে । আর কংগ্রেস এগিয়ে 2টি আসনে । দেশের 542টি আসনের মধ্যে 325টি আসনে এগিয়ে BJP নেতৃত্বাধীন NDA । UPA এগিয়ে ৮৫টি আসনে । অন্যরা 123 আসনে এগিয়ে

2019-05-23 10:25:34

দিল্লিতে সাতটি আসনেই এগিয়ে BJP । আর রাজস্থানের 25টি আসনেই এগিয়ে তারা । সবমিলিয়ে দেশের 542টি আসনের মধ্যে 317টি আসনে এগিয়ে রয়েছে BJP নেতৃত্বাধীন NDA জোট । UPA এগিয়ে রয়েছে 81টি আসনে । অন্যরা এগিয়ে 114টি আসনে ।

2019-05-23 10:10:33

বারাণসীতে 20 হাজারের বেশি ভোটে এগিয়ে মোদি । গান্ধিনগরে 50 হাজারের বেশি ভোটে এগিয়ে অমিত শাহ ।

2019-05-23 10:01:46

300 -র বেশি আসনে এগিয়ে রয়েছে NDA জোট । কংগ্রেস এগিয়ে 78টি আসনে । অন্যরা 94টি আসনে এগিয়ে রয়েছে ।

2019-05-23 09:46:24

NDA জোট 286টি আসনে এগিয়ে । কংগ্রেস ও তার জোটসঙ্গীরা এগিয়ে 82টি আসনে । অন্যরা এগিয়ে 85টি আসনে ।

উত্তরপ্রদেশে 58টি আসনে BJP । আমেথিতে রাহুল গান্ধিকে পিছনে ফেলে এগিয়ে রয়েছেন স্মৃতি ইরানি । 

2019-05-23 09:37:57

বারাণসীতে এগিয়ে নরেন্দ্র মোদি । দেশের 542টি আসনের মধ্যে 252টি আসনে এগিয়ে BJP ও তার জোটসঙ্গীরা । কংগ্রেস ও তার জোটসঙ্গীরা এগিয়ে 78টি আসনে । অন্যরা এগিয়ে 74টি আসনে ।

2019-05-23 09:16:03

নরেন্দ্র মোদি

তেলাঙ্গানার 17টি আসনের মধ্যে 10টি আসনে এগিয়ে TRS । দুটি আসনে BJP এগিয়ে ।

কর্নাটকের 25টি আসনের মধ্যে 20টি আসনে এগিয়ে রয়েছে BJP । কংগ্রেস এবং JD(S) জোট এগিয়ে 5টি আসনে ।

দেশের 542 আসনের মধ্যে 203টিতে এগিয়ে NDA । আর কংগ্রেস এগিয়ে 69 আসনে

2019-05-23 09:07:05

রাজস্থানের 25টি আসনের মধ্যে 22টি আসনে এগিয়ে BJP । একটি আসনে এগিয়ে কংগ্রেস। এদিকে কেরালার ওয়াইনাড আসনে এগিয়ে রয়েছেন রাহুল গান্ধি ।

2019-05-23 09:00:38

গুজরাতের 26টি আসনেই এগিয়ে রয়েছে BJP । উত্তরপ্রদেশের 36টি আসনে এগিয়ে BJP ।

মধ্যপ্রদেশে 16টি আসনে এগিয়ে BJP । আর 5টি আসনে এগিয়ে কংগ্রেস

2019-05-23 08:52:26

নাগপুর থেকে এগিয়ে রয়েছেন নীতিন গড়করি । আমেথিতে এগিয়ে রয়েছেন স্মৃতি ইরানি । পিছিয়ে পড়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি

2019-05-23 08:43:19

চণ্ডীগড়ের একটি ভোটগণনা কেন্দ্রে গণনা চলছে । এই আসনে BJP প্রার্থী কিরণ খের, কংগ্রেস প্রার্থী পবন কুমার । এবং আম আদমি পার্টির প্রার্থী হলেন হরমোহন ধাওয়ান 

2019-05-23 08:41:24

 গান্ধিনগর থেকে এগিয়ে রয়েছেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । বারামতী থেকে এগিয়ে রয়েছেন NCP নেত্রী সুপ্রিয়া সুলে ।

2019-05-23 08:30:25

অমিত শাহ

 গান্ধিনগর থেকে এগিয়ে রয়েছেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । বারামতী থেকে এগিয়ে রয়েছেন NCP নেত্রী সুপ্রিয়া সুলে ।

2019-05-23 07:49:29

বেঙ্গালুরুর মাউন্ট কারমেল কলেজে চলছে ভোটগণনা

Last Updated : May 23, 2019, 7:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details