পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

91টি লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ আজ - general election

আজ থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। 91টি কেন্দ্রে ভোট নেওয়া হবে আজ। এরাজ্যে কোচবিহার ও আলিপুরদুয়ারে ভোটগ্রহণ।

EVM

By

Published : Apr 11, 2019, 3:02 AM IST

Updated : Apr 11, 2019, 6:59 AM IST

দিল্লি, 11 এপ্রিল : আজ থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। মোট সাত দফায় চলবে এই ভোটগ্রহণ। আজ প্রথম দফা। 543টি লোকসভা কেন্দ্রের মধ্যে 91টি কেন্দ্রের ভোটগ্রহণ আজ। আজ যে যে রাজ্যগুলিতে নির্বাচন হবে সেগুলি হল অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, মেঘালয়, উত্তরাখণ্ড, মিজ়োরাম, নাগাল্যান্ড, লাক্ষাদ্বীপ, সিকিম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, তেলাঙ্গানা, অসম, বিহার, ছত্তিশগড়, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র, মণিপুর, ওড়িশা, ত্রিপুরা, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ। সব লোকসভা কেন্দ্রেই সকাল 7টা থেকে ভোটগ্রহণ পর্ব শুরু হবে। তবে কোথাও ভোটগ্রহণ শেষ হবে বিকাল 4টে, সন্ধে 5টা আবার কোথাও 6টা।

অন্যদিকে ওড়িশাতেও লোকসভা নির্বাচনের পাশাপাশি বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ আজ। 147টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 28টি কেন্দ্রে ভোটগ্রহণ আজ।

এরাজ্যে কোচবিহার ও আলিপুরদুয়ারে নির্বাচন রয়েছে। সকাল 7টা ভোট গ্রহণ শুরু হয়ে সন্ধে 6টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। একনজরে দেখে নেওয়া যাক কোচবিহারের সামগ্রিক ভোটচিত্র-

প্রার্থী পরিচিতি-
তৃণমূল-পরেশ চন্দ্র অধিকারী
BJP- নিশীথ প্রমানিক
বামফ্রন্ট- গোবিন্দ রায়(ফরওয়ার্ড ব্লক)
কংগ্রেস- পিয়া রায় চৌধুরি

জেলায় ন'টি বিধানসভা কেন্দ্র থাকলেও কোচবিহার লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে সাতটি বিধানসভা কেন্দ্র। বাকি দু'টি বিধানসভা কেন্দ্রের মধ্যে মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রটি জলপাইগুড়ি ও তুফানগঞ্জ কেন্দ্রটি আলিপুরদুয়ার কেন্দ্রের মধ্যে রয়েছে। কোচবিহার লোকসভা কেন্দ্রের মোট ভোটার 18 লাখ 9হাজার 598জন। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 9 লাখ 40 হাজার 948জন এবং মহিলা ভোটারের সংখ্যা 8লাখ 68হাজার 632জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 18 জন।

2014 সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রেণুকা সিনহা। জিতেছিলেন 87 হাজার 106টি ভোটে। এরপর রেণুকাদেবীর মৃত্যুতে 2016 সালে উপনির্বাচন হয় ওই কেন্দ্রে। জয়ী হন তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ প্রতিম রায়। 7লাখ 94হাজার 375টি ভোট পান তিনি। তবে ওই উপনির্বাচনে একটি গুরুত্বপূর্ণ হেরফের হয়েছিল। 2014 সালে যেখানে দ্বিতীয় স্থানে ছিল বামফ্রন্ট সেখানে মাত্র 2 বছর পর তাদের সরিয়ে দ্বিতীয় স্থান দখল করে BJP। তখন থেকেই ওই লোকসভা কেন্দ্রে একপ্রকার শক্তি বাড়াতে শুরু করে তারা।


একনজরে দেখে নেওয়া যাক আলিপুরদুয়ারের সামগ্রিক ভোটচিত্র-
প্রার্থী পরিচিতি-
তৃণমূল- দশরথ তিরকে
BJP- জন বারলা
বামফ্রন্ট- মিলি ওরাও(RSP)
কংগ্রেস- মোহনলাল বসুমাতা

জেলায় পাঁচটি বিধানসভা কেন্দ্র থাকলেও মোট 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে এই লোকসভা কেন্দ্রের মধ্যে। যার মধ্যে একটি রয়েছে জলপাইগুড়ির নাগরাকাটা বিধানসভা কেন্দ্র ও কোচবিহারের তুফানগঞ্জ কেন্দ্র। মোট ভোটার সংখ্যা 11 লাখ 91 হাজার 834জন। পুরুষ ভোটার 6 লাখ 3 হাজার 512জন এবং মহিলা ভোটারের সংখ্যা 5লাখ 88 হাজার 302 জন। তৃতীয় লিঙ্গের ভোটার 20জন এবং বিশেষভাবে সক্ষম ভোটার রয়েছেন 6হাজার 639 জন।

2014 সালে আলিপুরদুয়ার কেন্দ্র থেকে জয়লাভ করেন তৃণমূল কংগ্রেস দশরথ তিরকে। তাঁর প্রাপ্ত ভোট 3লাখ 62হাজার 453টি। এবং দ্বিতীয় স্থানে ছিলেন মনোহর তিরকে।

Last Updated : Apr 11, 2019, 6:59 AM IST

ABOUT THE AUTHOR

...view details