পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চিন সীমান্তে আরও ঘাঁটি তৈরির পরিকল্পনা বায়ুসেনার

ভারত-চিন সীমান্ত সমস্যা এখনও অব্যাহত । এদিকে শীতের মরশুমও এগিয়ে আসছে । এই সময়ে বরফ পড়ে ফরওয়ার্ড এলাকাগুলিতে যাওয়ার সড়ক বন্ধ হয়ে যায় । এই পরিস্থিতিতে ফরওয়ার্ড এলাকাগুলিতে আরও কিছু ছোটো ছোটো ঘাঁটি তৈরি করার পরিকল্পনা করছে ভারতীয় বায়ুসেনা ।

ভারতীয় বায়ুসেনা
ভারতীয় বায়ুসেনা

By

Published : Sep 15, 2020, 6:47 PM IST

দিল্লি, 15 সেপ্টেম্বর : ভারত-চিন সীমান্তে আরও কিছু অ্যাডভানস্ড ল্যান্ডিং গ্রাউন্ডস (ALG) অর্থাৎ ছোটো ছোটো ঘাঁটি তৈরি করার পরিকল্পনা করছে ভারতীয় বায়ুসেনা । ভারত-চিন সীমান্তের প্রত্যন্ত পাহাড়ি এলাকার ঢালগুলিতে পরিকাঠামো আরও শক্তিশালী করার লক্ষেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

কূটনৈতিক ও কর্পস কমান্ডার স্তরে একাধিক বৈঠকের পরেও ভারত-চিন সীমান্ত পরিস্থিতির সমাধানের কোনও দিকনির্দেশ এখনও পর্যন্ত পাওয়া যায়নি । এদিকে শীতের মরশুমও এগিয়ে আসছে । এই সময়ে বরফ পড়ে ফরওয়ার্ড এলাকাগুলিতে যাওয়ার সড়ক বন্ধ হয়ে যায় । ফলে এই পরিস্থিতিতে বায়ুসেনার ছোটো ছোটো ছাউনিগুলি সামরিক দিক থেকে ভারতকে অনেকটা শক্তিশালী করবে । যুদ্ধকালীন কোনও পরিস্থিতির সৃষ্টি হলেও সাপ্লাই অব্যাহত রাখা যাবে ।

এই ধরনের ছোটো ছোটো বায়ুসেনা ঘাঁটিগুলি থেকে যুদ্ধবিমান ওঠা-নামা করতে পারলেও মূলত এই ঘাঁটিগুলি ব্যবহার হয় এয়ারলিফ্টার ও পণ্যবাহী বিমানের জন্য । C-17 গ্লোবমাস্টার, C-130J সুপার হারকিউলিস, AN-32 বিমানগুলি সহজেই ওঠা-নামা করতে পারে এই বায়ুসেনা ছাউনি থেকে ।

আরও পড়ুন :LAC : ফের একবার লাঠি-ছোরা নিয়ে চিনা সেনা ?

অ্যাডভানস্ড ল্যান্ডিং গ্রাউন্ড থেকে সেনা আউটপোস্ট পর্যন্ত যোগাযোগের মাধ্যম হল হেলিকপ্টার । গত শুক্রবার বায়ুসেনার সেন্ট্রাল এয়ার কমাান্ডের এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ এয়ার মার্শাল রাজেশ কুমার দেখা করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের সঙ্গে । উত্তরাখণ্ডের চিন সীমান্ত বরাবর অ্যাডভানস্ড ল্যান্ডিং গ্রাউন্ড ও এয়ার ডিফেন্স ব়্যাডার ফেসিলিটি তৈরি করার জন্য জমি চান মুখ্যমন্ত্রীর কাছে ।

সেনার এক আধিকারিক জানিয়েছেন, “বায়ুসেনার এয়ার ডিফেন্স নেটওয়ার্ককে শক্তিশালী করার কাজ একটি চলমান প্রক্রিয়া । সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয় । তবে এগুলি শুধুমাত্র বর্তমান পরিস্থিতির নিরিখে করা হচ্ছে এমন নয়, এগুলি বায়ুসেনার একটি বৃহত্তর পরিকল্পনার অঙ্গ ।”

প্রসঙ্গত, ভারত-চিন সীমান্ত বরাবর বায়ুসেনার 17 টি অ্যাডভানস্ড ল্যান্ডিং গ্রাউন্ড ইতিমধ্যেই রয়েছে । এর মধ্যে 10 টি রয়েছে অরুণাচল প্রদেশে, 6 টি লাদাখে ও একটি রয়েছে উত্তরাখণ্ডে ।

আরও পড়ুন :সার্বভৌমত্ব রক্ষার্থে যা প্রয়োজন সব করা হবে : প্রতিরক্ষামন্ত্রী

ABOUT THE AUTHOR

...view details