দিল্লি, 15 সেপ্টেম্বর : ভারত-চিন সীমান্তে আরও কিছু অ্যাডভানস্ড ল্যান্ডিং গ্রাউন্ডস (ALG) অর্থাৎ ছোটো ছোটো ঘাঁটি তৈরি করার পরিকল্পনা করছে ভারতীয় বায়ুসেনা । ভারত-চিন সীমান্তের প্রত্যন্ত পাহাড়ি এলাকার ঢালগুলিতে পরিকাঠামো আরও শক্তিশালী করার লক্ষেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
কূটনৈতিক ও কর্পস কমান্ডার স্তরে একাধিক বৈঠকের পরেও ভারত-চিন সীমান্ত পরিস্থিতির সমাধানের কোনও দিকনির্দেশ এখনও পর্যন্ত পাওয়া যায়নি । এদিকে শীতের মরশুমও এগিয়ে আসছে । এই সময়ে বরফ পড়ে ফরওয়ার্ড এলাকাগুলিতে যাওয়ার সড়ক বন্ধ হয়ে যায় । ফলে এই পরিস্থিতিতে বায়ুসেনার ছোটো ছোটো ছাউনিগুলি সামরিক দিক থেকে ভারতকে অনেকটা শক্তিশালী করবে । যুদ্ধকালীন কোনও পরিস্থিতির সৃষ্টি হলেও সাপ্লাই অব্যাহত রাখা যাবে ।
এই ধরনের ছোটো ছোটো বায়ুসেনা ঘাঁটিগুলি থেকে যুদ্ধবিমান ওঠা-নামা করতে পারলেও মূলত এই ঘাঁটিগুলি ব্যবহার হয় এয়ারলিফ্টার ও পণ্যবাহী বিমানের জন্য । C-17 গ্লোবমাস্টার, C-130J সুপার হারকিউলিস, AN-32 বিমানগুলি সহজেই ওঠা-নামা করতে পারে এই বায়ুসেনা ছাউনি থেকে ।
আরও পড়ুন :LAC : ফের একবার লাঠি-ছোরা নিয়ে চিনা সেনা ?