দিল্লি, 27 জুন : আজ গুরুগ্রামে হানা দিয়েছে পঙ্গপালের দল ৷ সেখান থেকে দিল্লিতেও ঢুকতে পারে তারা ৷ এই পরিস্থিতির উপর ভিত্তি করে জরুরি বৈঠকের ডাক দিলেন দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই ৷ তিনি জানান, "এই জরুরি বৈঠকের পর পরিস্থিতি সামলাতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে ৷" তিনি কৃষি দপ্তরের আধিকারিকদের আজ গুরুগ্রামের কাছাকাছি এলাকায় জমি পরিদর্শনে যেতে বলেছেন ৷ দিল্লি সরকারের এক আধিকারিক জানান, পরিবেশমন্ত্রী বিষয়টি নিয়ে প্রশাসনকে সজাগ থাকতে বলেছেন ৷
বৈঠকে উপস্থিত থাকবেন দক্ষিণ দিল্লি ও পশ্চিম দিল্লির ডেভেলপমেন্ট সেক্রেটারি, ডিভিশনাল কমিশনার, ডিরেক্টর, কৃষি দপ্তরের আধিকারিক ও জেলাশাসকরা ৷ আজ সকালে গুরুগ্রামের বহু জায়গায় আকাশ ঢেকে যায় পঙ্গপালের হানায় ৷ এবার তারা রাজধানীতে ঢুকতে পারে বলে মনে করা হচ্ছে ৷ কৃষি দপ্তরের (পঙ্গপালের আক্রমণের সতর্কতা প্রদানকারী বিভাগ) কে এল গুর্জার বলেন, পঙ্গপালদের এই ঝাঁক দুই কিলোমিটার ধরে বিস্তার করেছে ৷ তারা ক্রমশ পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে ৷ দলটি আজ সকাল সাড়ে 11টা নাগাদ গুরুগ্রামে প্রবেশ করে ৷ তারা বর্তমানে হরিয়ানার ফরিদাবাদ ও পালওয়ালের দিকে যাচ্ছে ৷ গুরুগ্রামের বহু বাড়ির ছাদ, গাছপালা ছেয়ে গেছে পঙ্গপালে ৷ তার ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল ৷