পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পঙ্গপালের উৎপাতে রাজস্থানে নষ্ট কয়েক লাখ হেক্টর জমির ফসল - জালোর

পঙ্গপালের উৎপাতের জের ৷ রাজস্থানের জালোর জেলায় 300-রও বেশি গ্রামে নষ্ট হল কয়েক লাখ হেক্টর জমির ফসল ৷ পঙ্গপালের মোকাবিলায় তৎপর নয় প্রশাসন, অভিযোগ কৃষকদের ৷

Locust attack at Jalore
পঙ্গপালের উৎপাতে জালোরে নষ্ট জমির ফসল

By

Published : Jan 2, 2020, 3:40 PM IST

জালোর (রাজস্থা), 2 জানুয়ারি : পঙ্গপালের উৎপাতে ক্ষতিগ্রস্ত রাজস্থানের জালোর জেলার 300-রও বেশি গ্রাম । যার ফলে নষ্ট হয়েছে কয়েক লাখ হেক্টর জমির ফসল ৷ কৃষকদের সহায়তা করতে ব্যর্থ প্রশাসন । ফলে ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা ।

গতমাস থেকে জেলায় পঙ্গপালের উৎপাতে ঘুম উড়ে গেছে কৃষকদের । এখনও পর্যন্ত জেলার তিনশ'র বেশি গ্রামে কয়েক লাখ হেক্টর জমির ফসল নষ্ট করেছে এই পঙ্গপাল । নেহড় অঞ্চলে বারমের সীমান্তে দু'বার আক্রমণ করে গুজরাতের দিকে চলে যায় পঙ্গপাল । এরই মধ্যে 24 ডিসেম্বর ফের গুজরাত সীমান্ত থেকে সানচোর অঞ্চলে প্রবেশ করে পঙ্গপালের দল । 9 দিন ধরে জেলার 9টি বিধানসভা কেন্দ্রের 300টিরও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত করেছে এই পতঙ্গ । সানচোর ও চিতলওয়ানা অঞ্চলে ফসলের সর্বাধিক ক্ষতি হয়েছে । সানচোর মহকুমা এলাকার 98টি গ্রাম এবং চিতলওয়ানা মহকুমার 72টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে । রানিওয়াড়া, ভিনমাল, সায়লা এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে ।

পঙ্গপাল নির্মূল করার জন্য কৃষকদের সহায়তায় প্রশাসনের তরফে অভিযানও চালানো হয় । কিন্তু কৃষকদের সহায়তা করতে ব্যর্থ হয়েছে প্রশাসন । কৃষকরা বলছেন, "আমাদের আত্মহত্যা করা ছাড়া আর কোনও উপায় নেই ৷ সবকিছু শেষ হয়ে গেছে ।"

যখন গোটা দেশ নববর্ষ উদযাপনে ব্যস্ত, তখনই রাজস্থানের জালোর জেলার কৃষকেরা পঙ্গপালের আক্রমণ থেকে ফসল বাঁচাতে গভীর রাত পর্যন্ত নিজেদের জমি পাহারা দিয়েছেন । পঙ্গপাল নির্মূল করতে বারবার ব্যর্থ হচ্ছে প্রশাসন, যার ফলে ক্ষুব্ধ চাষিরা । সরকার সমস্যা সমাধানে ব্যর্থ হওয়ায় ধ্বংস হচ্ছে কৃষকদের ফসল ।

পঙ্গপাল রোধে কৃষকরা নিজেদের পর্যায়ে যথাসাধ্য চেষ্টা করছেন । পঙ্গপাল তাড়াতে কৃষকরা ঢোল ও থালা বাজিয়ে, জমিতে টায়ার জ্বালিয়ে ধোঁয়া করে ফসল বাঁচানোর চেষ্টা করছেন ।

ABOUT THE AUTHOR

...view details