জালোর (রাজস্থা), 2 জানুয়ারি : পঙ্গপালের উৎপাতে ক্ষতিগ্রস্ত রাজস্থানের জালোর জেলার 300-রও বেশি গ্রাম । যার ফলে নষ্ট হয়েছে কয়েক লাখ হেক্টর জমির ফসল ৷ কৃষকদের সহায়তা করতে ব্যর্থ প্রশাসন । ফলে ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা ।
গতমাস থেকে জেলায় পঙ্গপালের উৎপাতে ঘুম উড়ে গেছে কৃষকদের । এখনও পর্যন্ত জেলার তিনশ'র বেশি গ্রামে কয়েক লাখ হেক্টর জমির ফসল নষ্ট করেছে এই পঙ্গপাল । নেহড় অঞ্চলে বারমের সীমান্তে দু'বার আক্রমণ করে গুজরাতের দিকে চলে যায় পঙ্গপাল । এরই মধ্যে 24 ডিসেম্বর ফের গুজরাত সীমান্ত থেকে সানচোর অঞ্চলে প্রবেশ করে পঙ্গপালের দল । 9 দিন ধরে জেলার 9টি বিধানসভা কেন্দ্রের 300টিরও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত করেছে এই পতঙ্গ । সানচোর ও চিতলওয়ানা অঞ্চলে ফসলের সর্বাধিক ক্ষতি হয়েছে । সানচোর মহকুমা এলাকার 98টি গ্রাম এবং চিতলওয়ানা মহকুমার 72টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে । রানিওয়াড়া, ভিনমাল, সায়লা এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে ।