পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মাথার উপরে উড়ছে ড্রোন, ছুটছে মানুষ ; ভাইরাল কেরালা পুলিশের ভিডিয়ো - কেরালা পুলিশ

লকডাউনে রাস্তায় বেরোলেই নজরদারি চালাচ্ছে ড্রোন । দেখতে পেয়েই ছুট লাগাল মানুষ । ভাইরাল কেরালা পুলিশের ভিডিয়ো ।

Kerala Police survilence
কেরালা পুলিশের ড্রোন

By

Published : Apr 8, 2020, 12:28 PM IST

তিরুবনন্তপুরম, 8 এপ্রিল : ষাঁড়ের তাড়া খাওয়ার মতো দৌড়ে পালাচ্ছে মানুষ । কারণ লকডাউনে রাস্তায় বেরোলেই মাথার উপরে উড়ে নজরদারি চালাচ্ছে ড্রোন । আজ এরকমই একটা হাস্যকর ভিডিয়ো ফুটেজ টুইটারে পোস্ট করে কেরালা পুলিশ । আর তারপরেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় ।

লকডাউন সফল করতে কেরালা পুলিশ গতকাল ড্রোনের মাধ্যমে নজরদারির কথা জানায় । তারপরেই আজ একটি ভিডিয়ো পোস্ট করে টুইটারে । যেখানে দেখা যায়, কেরালার চাষের খেত থেকে সমুদ্র সৈকত সর্বত্র মানুষ মাথার উপর ড্রোন দেখলেই ছুট লাগাচ্ছে । কেউ আবার নজরদারি থেকে বাঁচতে কাপড় বা হাত দিয়ে মুখ ঢাকছে । কেউ আবার গাছের পিছনে লুকিয়ে পড়ছে । ভিডিয়োটির মন্তাজে ব্যবহার করা হয়েছে রবি শাস্ত্রী, সুনীল গাওয়াস্কার, সঞ্জয় মঞ্জরেকর ও ইয়ান বোথামের 2016-র ট্রেসার বুলেট চ্যালেঞ্জের ধারাভাষ্য । যার ফলে হাস্যকর হয়ে উঠেছে ভিডিয়োটি ।

কেরালা পুলিশের এই ভিডিয়োটি টুইটারে পোস্ট হওয়া পর 111.2 হাজার বার সেটিকে দেখে মানুষ । 1.9 হাজার টুইটার ব্যবহারকারী ভিডিয়োটিকে পুনরায় টুইট করে । 5.4 হাজার টুইটার ব্যবহারকারী ভিডিয়োটিতে লাইক করে ।

ABOUT THE AUTHOR

...view details