পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লকডাউন আপডেট : 24 ঘণ্টায় রেকর্ড হারে সংক্রমণ, সুস্থ 10 লাখের বেশি - দেশের কোরোনা আপডেট

lockdown
lockdown

By

Published : Jul 31, 2020, 7:26 AM IST

Updated : Jul 31, 2020, 10:33 AM IST

10:22 July 31

দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 16 লাখ ছাড়িয়েছে । কয়েকটি রাজ্যে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে । পরিস্থিতি মোকাবিলায় একাধিক পদক্ষেপ করছে রাজ্যগুলি । শুরু হবে আনলকের তৃতীয় পর্যায় । এই মুহূর্তে দেশের পরিস্থিতি কী, আনলক-3 এর আগের মুহূর্তে দেশ কীভাবে প্রস্তুতি নিচ্ছে ?

  • এখনও পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন 10 লাখ 57 হাজার 805 ।

10:21 July 31

দেশে কোরোনায় মৃত্যুর হার কমে 2.18 শতাংশ ।

10:20 July 31

  • ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ প্রকাশিত তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত দেশে 1 কোটি 88 লাখ 32 হাজার 970 জনের নমুনা পরীক্ষা হয়েছে ।
  • শুধুমাত্র গতকালই 6 লাখ 42 হাজার 588 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ।

10:18 July 31

  • দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল 35 হাজার 747 ।

10:17 July 31

  • ফের রেকর্ড হারে বাড়ল দেশের কোরোনা আক্রান্তের সংখ্যা । 24 ঘণ্টায় সংক্রমিত 55 হাজার 79 জন ।
  • এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা 16 লাখ 38 হাজার 871 -এ ।

10:16 July 31

  • দিল্লির সরদার প্যাটেল COVID-19 কেয়ার সেন্টারে যোগাসন অভ্যেস করছেন সবাই ।

10:16 July 31

  • বেঙ্গালুরুতে সমস্যার মুখোমুখি রূপান্তরকামীরা । তাঁরা আর্থিক সংকটে রয়েছেন ।
  • তাঁরা জানিয়েছেন, এই কয়েকমাসে আমাদের কেউ সাহায্য করেনি । আমাদের জন্য পরিস্থিতি খুব কঠিন হয়ে উঠেছে । আমরা সরকারের কাছে সাহায্যের অনুরোধ করছি ।

10:02 July 31

  • ভোপালে 4 অগাস্ট পর্যন্ত টানা লকডাউন । বন্ধ দেকান । সুনসান রাস্তাঘাট ।

06:47 July 31

  • দেশে কোরোনা মুক্ত হয়ে সুস্থের সংখ্যা 10 লাখ 20 হাজার 582 ।

06:47 July 31

  • 24 ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছে 52 হাজার 123 ।  যা গতকাল পর্যন্ত রেকর্ড সংক্রমণ ।

06:19 July 31

  • দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা  15 লাখ 83 হাজার 792 ।
Last Updated : Jul 31, 2020, 10:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details