পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আনলক লাইভ : 24 ঘণ্টায় অসমে কোরোনায় সংক্রমিত 2,218 জন - দেশ লকডাউন লাইভ আপডেট

Unlock
আনলক

By

Published : Aug 9, 2020, 7:03 AM IST

06:11 August 09

দেশে বাড়ছে কোরোনায় আক্রান্তের সংখ্যা, বাড়ছে সুস্থতার হারও । এমনকী নমুনা পরীক্ষার সংখ্যাও বেড়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ । কয়েকটি রাজ্যে কমেছে সংক্রমণের হার, আবার কয়েকটি রাজ্যে রেকর্ড হারে বেড়েছে । এই পরিস্থিতির মধ্যেই দেশ লড়ছে COVID-19-র বিরুদ্ধে ।

  • কোরোনায় আক্রান্ত কেন্দ্রীয়মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল ।
  • জম্মু-কাশ্মীরের কাঠুয়ার লক্ষণপুরে কেন্দ্রশাসিত অঞ্চলে প্রবেশকারী মানুষের জন্য সরকার অ্যান্টিজেন পরীক্ষা চালু করেছে । প্রতিদিন প্রায় 700 স্যাম্পেল পরীক্ষা করা হচ্ছে ।
  • অসমে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত 2 হাজার 218 জন ।

ABOUT THE AUTHOR

...view details