পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আনলক লাইভ : দেশে ল্যাবরেটরির সংখ্যা বেড়ে হয়েছে 1370 - আনলক ৩

Unlock
আনলক

By

Published : Aug 7, 2020, 7:01 AM IST

06:02 August 07

দেশে বাড়ছে কোরোনায় আক্রান্তের সংখ্যা, বাড়ছে সুস্থতার হারও । এমনকী নমুনা পরীক্ষার সংখ্যাও বেড়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ । কয়েকটি রাজ্যে কমেছে সংক্রমণের হার, আবার কয়েকটি রাজ্যে রেকর্ড হারে বেড়েছে । এই পরিস্থিতির মধ্যেই দেশ লড়ছে COVID-19-র বিরুদ্ধে ।

  • দেশে বাড়ছে কোরোনা সংক্রমণ । গত 24 ঘণ্টায় সংক্রমিত হয়েছেন 56 হাজার 282 জন । মৃত্যু হয়েছে 904 জনের ।
  • তিন ঘণ্টার মধ্যে কোরোনা ল্যাবরেটরিতে পৌঁছানো সম্ভব হয়েছে । দেশে ল্যাবরেটরির সংখ্যা বেড়ে হয়েছে 1370 । ভার্চুয়াল বৈঠকে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ।
  • গতকাল মাদুরাই জেলার Covid কেয়ার সেণ্টার পরিদর্শন করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ।
  • কোরোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর গতকাল কাজে যোগ দেন হায়দরাবাদ সিটি পুলিশের 182 জন পুলিশকর্মী ।

ABOUT THE AUTHOR

...view details