আনলক লাইভ : অন্য দেশের তুলনায় ভারতে কোরোনা পরীক্ষার হার কম : WHO-র চিফ সায়েন্টিস্ট - national unlock update
আনলক আপডেট
06:33 August 05
দেশে বাড়ছে কোরোনায় আক্রান্তের সংখ্যা, বাড়ছে সুস্থতার হারও । এমনকী নমুনা পরীক্ষার সংখ্যাও বেড়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ । কয়েকটি রাজ্যে কমেছে সংক্রমণের হার, আবার কয়েকটি রাজ্যে রেকর্ড হারে বেড়েছে । এই পরিস্থিতির মধ্যেই দেশ লড়ছে COVID-19-র বিরুদ্ধে ।
- শেষ 24 ঘণ্টায় কোরোনায় সংক্রমিত 52 হাজার 50 জন । মৃত্যু হয়েছে 803 জনের ।
- এখনও পর্যন্ত দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা 18 লাখ 55 হাজার 745 । মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে 38 হাজার 938 ।
- অন্যান্য দেশের তুলনায় ভারতে কোরোনা পরীক্ষার হার অনেক কম, বললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বৈজ্ঞানিক ডঃ সৌম্যা স্বামীনাথন।
- দেশে র্যাপিড অ্যান্টিজ়েন টেস্টের সংখ্যা বেড়েছে। মোট পরীক্ষার 25-30 শতাংশই র্যাপিড অ্যান্টিজ়েন টেস্ট হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।
- কোরোনায় আক্রান্তদের মৃত্যু হার কমানোর দিকে জোর দিতে জম্মু-কাশ্মীরের প্রশাসনকে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লা।
- কোরোনায় সংক্রমিত কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে।