পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আনলক লাইভ : মণিপুরে 300 বেডের COVID হাসপাতালের উদ্বোধন - লকডাউন

lockdown-update-india
lockdown-update-india

By

Published : Aug 4, 2020, 6:52 AM IST

06:23 August 04

দেশে বাড়ছে কোরোনায় আক্রান্তের সংখ্যা, বাড়ছে সুস্থতার হারও । এমনকী নমুনা পরীক্ষার সংখ্যাও বেড়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ । কয়েকটি রাজ্যে কমেছে সংক্রমণের হার, আবার কয়েকটি রাজ্যে রেকর্ড হারে বেড়েছে । এই পরিস্থিতির মধ্যেই দেশ লড়ছে COVID-19-র বিরুদ্ধে ।

  • সেলফ আইসোলেশনে গেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ৷ তাঁর পরিবারের দু'জনের শরীরে ধরা পড়েছে কোরোনা সংক্রমণ ।

06:19 August 04

  • রাখি পূর্ণিমা উপলক্ষে 12 লাখ মাস্ক বিতরণ করল ছত্তিশগড়ের রায়গড় পুলিশ ৷

06:16 August 04

  • দক্ষিণ ইম্ফলে 300 বেডের COVID হাসপাতালের উদ্বোধন করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ৷

06:02 August 04

  • শেষ 24 ঘণ্টায় কোরোনায় সংক্রমিত 52 হাজার 696 জন । মৃত্যু হয়েছে 771 জনের ।
  • এখনও পর্যন্ত দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা 18 লাখ 3 হাজার 696 । মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে 38 হাজার 135 ।

ABOUT THE AUTHOR

...view details