দিল্লি, 14 এপ্রিল : বিশ্বের আর পাঁচটা দেশের থেকে ভারত অনেক দ্রুত সিদ্ধান্ত নিয়েছে । তাই ভারতের অবস্থা আজ অন্যান্য দেশের তুলনায় অনেকটাই ভালো । কিন্তু, তাও প্রতি মুহুর্তে সতর্ক থাকতে হবে । আজ জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এভাবেই কোরোনা মোকাবিলায় দেশবাসীর ভূমিকার প্রশংসা শোনা গেল প্রধানমন্ত্রীর গলায় । 3 মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ান হলেও আগামী এক সপ্তাহ অত্যন্ত কঠিন বলেই ইঙ্গিত দিলেন নরেন্দ্র মোদি । সে'জন্য 20 এপ্রিল পর্যন্ত পরিস্থিতির দিকে আরও কঠোরভাবে নজর দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি ।
20 এপ্রিলের পর কিছু ছাড়ের সম্ভাবনা - প্রধানমন্ত্রী মোদি
10:18 April 14
পরিস্থিতি দেখে 20 তারিখের পর শিথিল হতে পারে কিছু ক্ষেত্র
মোদির কথায়, "আগামী এক সপ্তাহ দেশের প্রতিটি প্রান্তে নজরদারি আরও বাড়ান হবে । প্রতিটি বিন্দুতে চলবে নজরদারি । 20 তারিখের পর পরিবর্তিত পরিস্থিতির দিকে নজর রেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ।"
প্রধানমন্ত্রী বলেন, 20 তারিখের পর পরিস্থিতির দিকে ফের একবার নজরদারি চালান হবে । যদি সে সময় পরিস্থিতি সামান্য কিছু উন্নতি দেখা যায়, তাহলে কিছু কিছু এলাকায় লকডাউন শিথিল করা হতে পারে । তবে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন, যদি সে সময় বিন্দুমাত্র আশঙ্কার কিছু দেখা যায়, তাহলে কঠোরতা বাড়াতে কিছুমাত্র ভাবনাচিন্তা করা হবে না ।
ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, 20 তারিখের পর কোন কোন ক্ষেত্রে শিথিলতা আনা হবে, তা সবটাই নির্ভর করছে সে'সময়ের পরিস্থিতির উপর ।