দিল্লি, 22 এপ্রিল : দ্বিতীয় দফার লকডাউনে কিছুক্ষেত্রে ছাড় দেওয়ার কথা শুরুতেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী । এবার সেইমতোই পাউরুটি কারখানা, বই খাতার দোকান, ইলেক্ট্রিক ফ্যানের দোকানের মতো বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার । ঠিক কী কী ক্ষেত্রে ছাড় মিলবে তা নিয়ে যাতে কোনও বিভ্রান্তি তৈরি না হয় সে জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে ।
দ্বিতীয় দফার লকডাউনে কী কী ক্ষেত্রে থাকছে ছাড় ? - care givers of senior citizens will get facility
দ্বিতীয় দফা লকডাউনে বেশ কিছু ক্ষেত্রে মিলবে ছাড় । খোলা থাকবে পাউরুটি কারখানা, ইলেক্ট্রিক ফ্যানের দোকান ।
নির্দেশিকায় বলা হয়েছে, শহরাঞ্চলের ক্ষেত্রে পাউরুটি কারখানা, আটা- ময়দার কারখানাগুলি নিজেদের কাজ ফের শুরু করতে পারে । এর পাশাপাশি শহরাঞ্চলে দুধ প্রক্রিয়াকরণ সেন্টার, ডালের মিলও খোলা থাকবে । খোলা রাখা যাবে বইয়ের দোকান (যেখানে স্কুলের বই বিক্রি হয়) । ফ্যানের দোকানও ।
এছাড়াও দেখভালের জন্য যাঁরা বয়স্কদের বাড়িতেই থাকেন, লকডাউনের মাঝে তাঁরা তাঁদের কাজ চালিয়ে যেতে পারবেন । এবং প্রিপেড মোবাইল রিচার্জের ক্ষেত্রেও সুবিধা দেওয়া হবে তাঁদের । অন্যদিকে, ভারতীয় বন্দরগুলিতে কিছুক্ষেত্রে পণ্য আমদানি-রপ্তানির জন্য কয়েকটি সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হবে । যাতে পণ্য পরিষেবা সচল থাকে । এইসব ক্ষেত্রেই সামাজিক দূরত্ব মেনে এবং কোরোনার নির্দেশিকা মেনে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে ।