পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লকডাউন : দুস্থদের ত্রাণ বিলি আটকে পড়া 7 বিদেশি পর্যটকের

লকডাউনে ঋষিকেশে আটকে পড়েছিলেন সাত বিদেশি পর্যটক । এখন প্রতিদিন তাঁরা নিয়ম করে গরিব পরিবার ও শ্রমিকদের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছেন ।

ছবি
ছবি

By

Published : Apr 24, 2020, 9:45 AM IST

ঋষিকেশ, 24 এপ্রিল : ওঁরা এসেছিলেন ঋষিকেশের এক আধ্যাত্মিক অনুষ্ঠানে । কিন্তু এরপরই শুরু হয় লকডাউন । যে কারণে দেশে ফিরতে পারেননি ওরা । সাত জন বিদেশি পর্যটক । এই কোরোনা পরিস্থিতির মধ্যে থেকে আটকে পড়েছেন উত্তরাখন্ডের ঋষিকেশে । কিন্তু প্রতিদিন নিয়ম করে গরিবদের মধ্যে বিতরণ করছেন ত্রাণ ।

এই বিষয়ে ঋষিকেশ কর্পোরেশনের কমিশনার নরেন্দ্র সিং কুইরিয়াল বলেন, " লকডাউনের জন্য কিছু বিদেশি মানুষ এখানে আটকে পড়েছেন । তাঁরা দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিলি করছেন । প্রতিদিন 300টি খাবারের প্যাকেটের বন্দোবস্ত করেন এঁরা । এরপর বিলিয়ে দেন গরিব পরিবার, ও শ্রমিকদের মধ্যে । "

তিনি আরও বলেন, "এরা প্রত্যেকে ঋষিকেশে এসে ছিলেন একটি আধ্যাত্মিক অনুষ্ঠানে যোগ দিতে । সঙ্গে যোগব্যায়াম শিখতে । কিন্তু বর্তমান পরিস্থিতি তাঁদের সেই পরিকল্পনা বদলে দিয়েছে ।"

এই সাত জন হলেন UK-র হেনরি জনসন, অ্যামেরিকায় বসবাসকারী ভারতীয় তেজস্বী গিরি, নেদারল্যান্ডের রিলিন্দ রিজসিক, ভেনিজুয়েলার তারিণী ডাগনিমো, ক্রোয়েশিয়ার অ্যালজ়েরান্ডো জ়েরোভিক, জার্মানির ইভা লেনা , লন্ডনের বরুণ জুনেইজা । তাঁরা প্রতিদিন 5 কেজি আটা, 3 কেজি চাল, দুধ , মশলা, নুন সহ খাদ্যসামগ্রীর প্যাকেট ঋষিকেশের মেয়র অনিতা মামগেইন এর মাধ্যমে দুস্থ মানুষদের কাছে পৌঁছে দিচ্ছেন ।

ABOUT THE AUTHOR

...view details