ঋষিকেশ, 24 এপ্রিল : ওঁরা এসেছিলেন ঋষিকেশের এক আধ্যাত্মিক অনুষ্ঠানে । কিন্তু এরপরই শুরু হয় লকডাউন । যে কারণে দেশে ফিরতে পারেননি ওরা । সাত জন বিদেশি পর্যটক । এই কোরোনা পরিস্থিতির মধ্যে থেকে আটকে পড়েছেন উত্তরাখন্ডের ঋষিকেশে । কিন্তু প্রতিদিন নিয়ম করে গরিবদের মধ্যে বিতরণ করছেন ত্রাণ ।
এই বিষয়ে ঋষিকেশ কর্পোরেশনের কমিশনার নরেন্দ্র সিং কুইরিয়াল বলেন, " লকডাউনের জন্য কিছু বিদেশি মানুষ এখানে আটকে পড়েছেন । তাঁরা দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিলি করছেন । প্রতিদিন 300টি খাবারের প্যাকেটের বন্দোবস্ত করেন এঁরা । এরপর বিলিয়ে দেন গরিব পরিবার, ও শ্রমিকদের মধ্যে । "