মুম্বই, 29 জানুয়ারি: করোনা ভাইরাসের কারণে হওয়া লকডাউনের মেয়াদ 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল মহারাষ্ট্রে। শুক্রবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে উদ্ধব ঠাকরের সরকার।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ''কোভিড 19 ছড়িয়ে পড়ায় ঝুঁকির মুখে রয়েছে রাজ্য এবং সেই কারণে সরকার মনে করছে জরুরি পদক্ষেপ করা প্রয়োজন।'' 'মিশন বিগিনস এগেইন' নামে রাজ্য সরকার ধাপে ধাপে কড়াকড়ি তুলে দেওয়ার যে কর্মসূচি নিয়েছিল, তা 28 ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।