ইন্দোরে নতুন করে সংক্রামিত আরও 50 জন ৷ মোট আক্রান্তের সংখ্যা 892, মৃত 47 ৷
লকডাউনের 25 দিন : সিঙ্গাপুর থেকে আসছে 2 লাখ PPE কিট
09:44 April 18
দিল্লি, 18 এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সে কারণে 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । সম্প্রতি সেই লকডাউন বাড়িয়ে 3 মে পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । লকডাউনের আজ 25তম দিন ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক -
09:38 April 18
সিঙ্গাপুর থেকে শীঘ্রই আসতে চলেছে দুই লাখ PPE কিট ৷ ইতিমধ্যে চার লাখ 12 হাজার 400 টি PPE কিট বিভিন্ন রাজ্যে পাঠানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে ৷
09:38 April 18
পশ্চিমবঙ্গের খড়গপুরে মাস্ক পরে বিয়ে দম্পতির ৷ স্থানীয় একটি সংস্থায় 31 হাজার টাকা দান করলেন খাদ্যসামগ্রী কেনার জন্য ৷
09:37 April 18
ইন্দোরে অভিনব প্রচার ৷ যমরাজ সেজে গাড়ির উপর বসে কোরোনার সতর্কতা বার্তা প্রচার পুলিশ কন্সটেবলের ৷
09:37 April 18
জনগণকে সতর্ক করতে ঝাড়খণ্ডের রাঁচিতে পথেঘাটে ছবি আঁকল চিত্রশিল্পীরা ৷
09:37 April 18
মধ্যপ্রদেশের ইন্দোরে চালু ওলা অ্যাম্বুলেন্স ৷ 50টি ওলা অ্যাম্বুলেস রোগীদের স্ক্রিনিংয়ের পর গ্রিন হাসপাতাল থেকে ইয়োলো হাসপাতালে নিয়ে যেতে ব্যবহার করা হবে ৷
09:37 April 18
মধ্যপ্রদেশের ভোপালে ধর্ষিত এক অন্ধ মহিলা ৷ লকডাউনের জেরে পরিবার আটকে রয়েছে রাজস্থানে ৷
09:37 April 18
গুজরাতের নভসারিতে নব-দম্পতি ও তাঁর পরিবারের বিরুদ্ধে মামলা করল পুলিশ ৷ ভাঙ্কাল গ্রামের একটি মন্দিরে জনসমাগম করে বিয়ের অনুষ্ঠান করার আভিযোগ তাঁদের বিরুদ্ধে ৷
09:37 April 18
মুম্বইয়ের নৌঘাটিতে কর্মরত 21 জন কোরোনায় আক্রান্ত ৷ এদের মধ্যে 20 জন নাবিক ৷ আক্রান্তদের অধিকাংশের মধ্যে কোনও উপসর্গ দেখা দেয়নি ৷ সম্পূর্ণ এলাকাটি কোয়ারানটাইনে পাঠানো হয়েছে ৷
09:02 April 18
দেশে আক্রান্তের সংখ্যা 14378 ৷ মৃতের সংখ্যা 480 ৷