অন্ধ্র প্রদেশে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 82 জন ৷ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা পৌছাল 1259-এ ৷
লকডাউন দেশ: কোরোনামুক্ত কেরালার তিরুবনন্তপুরম - আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল
11:51 April 28
দিল্লি, 28 এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সেই কারণে 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । সেই লকডাউন বাড়িয়ে 3 মে পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । লকডাউনের আজ 35তম দিন ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক -
11:51 April 28
কেরালার তিরুবনন্তপুরম কোরোনা সংক্রমণহীন হওয়ায় হটস্পট থেকে নাম বাদ দেওয়া হল ৷
11:51 April 28
বুলন্দ শহরে একটি মন্দিরে দুই পুরোহিতের মৃতদেহ পাওয়া গেল ৷ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷
11:51 April 28
নান্দেদের হজুর সাহেব থেকে ফেরা পাঁচজন কোরোনা আক্রান্ত হয়েছেন, এদের কারোর কোরোনার কোনও উপসর্গ নেই ৷ হজুর সাহেব থেকে ফেরা প্রতিটি ব্যক্তিকে কোয়ারানটিনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
11:51 April 28
রাজস্থানে কোরোনা আক্রান্ত আরও 66 জন ৷ রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 2328 ৷
11:50 April 28
প্রয়াগরাজে আটকে পড়া বিভিন্ন রাজ্যের পড়ুয়াদের তাদের নিজ রাজ্যে ফেরত পাঠানোর ব্যবস্থা করল উত্তর প্রদেশ সরকার ৷
11:50 April 28
উড়িষ্যা স্বাস্থ্যদপ্তরের তরফ থেকে জানানো হল গতকাল আরও সাতজন কোরোনা আক্রান্ত হওয়ায় রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 118-এ পৌছাল ৷
11:50 April 28
দিল্লি-গুরুগ্রাম সীমান্তে যাতায়াতকারী প্রতিটি গাড়ির পাস পরীক্ষা করে দেখছে পুলিশ ৷
11:50 April 28
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বাড়িতে কোয়ারানটিনে থাকার নিয়ম সম্পর্কে একটি নির্দেশিকা জারি করা হল ৷
11:50 April 28
হরিয়ানার আম্বালার চান্দপুরায় কোরোনা সন্দেহে মৃত এক বৃদ্ধার দেহ কবর দিতে গিয়ে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সংঘর্ষ ৷
11:50 April 28
দিল্লি স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন নারেলাতে প্লাজমা ডোনেশন সেন্টার ঘুরে দেখলেন ৷ গতকাল সেখানে 25 জন সুস্থ হয়ে ওঠা কোরোনা রোগী তাদের প্লাজমা দান করেন ৷
11:50 April 28
লুধিয়ানায় আটকে পড়া কাশ্মীরীরা প্রশাসনের কাছে তাদের বাড়ি ফেরানোর দাবি জানাল ৷ তারা বলেন, সরকার আমাদের পরীক্ষা করতে পারে, এমনকি কোয়ারানটিনে থাকতেও রাজি আমরা ৷ কেবল আমাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হোক ৷
11:49 April 28
মুম্বইয়ের শিবাজি নগর এলাকায় লকডাউন অমান্যকারীদের পুলিশের উপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হল ৷
11:49 April 28
উড়িষ্যার IIT ভুবনেশ্বর তৈরি করল UVC লাইট ব্যবহার করে একটি স্যানিটাইজার, যেখানে কোরোনা সংক্রমিত কোনও বস্তুকে ঢোকালেই তা 15 মিনিটের মধ্যে সংক্রমণমুক্ত হয়ে বেরোবে ৷
11:49 April 28
দিল্লির গুরুদ্বারে প্রতিদিন এক লাখের কাছাকাছি মানুষকে খাবার খাওয়ানো হচ্ছে ৷ তাদের এই কাজকে সম্মান জানাতে দিল্লি পুলিশ সাইরেন পরিক্রমা করে ৷
11:49 April 28
সাংবাদিকরা জীবনের ঝুকি নিয়ে কাজ করছেন ৷ আমাদের সরকারের তরফ থেকে প্রত্যেককে 50 লাখ টাকার জীবনবিমা করিয়ে দেওয়া হবে ,গতকাল এই ঘোষণা করেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল ৷
11:49 April 28
তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী সি বিজয়ভাস্কর একটি বিবৃতিতে জানান, যে 24 হাজার ব়্যাপিড টেস্টিং কিট তামিলনাড়ুতে এসে পৌছেছে, তা ফেরত পাঠানো হবে এবং ICMR-র নির্দেশ অনুযায়ী বাকি অর্ডারও বাতিল করে দেওয়া হবে ৷
11:48 April 28
গত 24 ঘন্টায় দিল্লিতে কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 190 জন ৷ এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা পৌছাল 3108-এ ৷ মৃতের সংখ্যা বর্তমানে 54 ৷ ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন 877 জন ৷
11:48 April 28
আজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজস্থানের কোটা থেকে আগত ছাত্রদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন ৷
09:12 April 28
তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হল আগামী 28 এপ্রিলের মধ্যে 21টি জেলাকেই কোরোনামুক্ত করা হবে ৷ 97 শতাংশ কোরোনা আক্রান্তই সুস্থ হয়ে উঠছেন রাজ্যে ৷