সোশ্যাল প্রোকেটশন প্যাকেজের আওতায় বিশ্ব ব্যাঙ্কের তরফ থেকে ভারতকে মোট এক বিলিয়ন ডলারের অনুদান দেওয়া হবে ৷
লকডাউন দেশ: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিল গেটস - অপারেশন সমুদ্রসেতু
11:05 May 15
লকডাউনের আজ 52তম দিন । দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও। দেশজুড়ে কেমন আজকের ছবি ? দেখে নেওয়া যাক...
11:05 May 15
রেলমন্ত্রকের তরফ থেকে জানানো হল গতকাল মোট 2.10 লাখ যাত্রীদের নিয়ে 145 টি শ্রমিক ট্রেন চালানো হয়েছে ৷
11:05 May 15
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কথা বলার পর পর বিল গেটস বললেন, এই প্যানডেমিকের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজন সমগ্র বিশ্বের সহযোগিতা ৷ সমগ্র বিশ্বই সামাজিক ও অর্থনৈতিক প্রভাব হ্রাসে উদ্যোগী ও প্রতিষেধক, পরীক্ষা ও সকলের কাছে চিকিৎসা পরিষেবা পৌছে দিতে কাজ করছে, ভারত এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ৷
11:04 May 15
রাজস্থানে গত 24 ঘন্টায় আরও 55 জন ব্যক্তি কোরোনা আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা পৌঁছাল 4589-এ ৷ রাজ্যে মোট মৃতের সংখ্যা 125-এ পৌছেছে বলে জানানো হয়েছে রাজস্থান স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ৷
11:04 May 15
কর্ণাটকের রামানাগারা জেলার কোলাগোন্দানাহাল্লি গ্রামে মেলা উপলক্ষে জনসমুদ্র ৷ লকডাউনের মাঝে মেলার অনুমতি দেওয়ায় পঞ্চায়েত উন্নয়ন অফিসার এন সি কালমাটকে সাসপেন্ড করা হয়েছে ৷
11:04 May 15
দিল্লিতে আটকে পড়া বিভিন্ন রাজ্যের যাত্রীদের স্টেশনে পৌছে দেওয়ার জন্য বিশেষ বাস পরিষেবা চালু ৷ মোট দুই লাখ 34 হাজার 411 জন যাত্রী স্পেশাল ট্রেনের বুকিং করেছেন বলে জানা গিয়েছে ৷
11:04 May 15
অপারেশন সমুদ্রসেতুর অন্তর্গত INS জলস্ব আজ সকালে মলদ্বীপে পৌছাল আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করে দেশে ফেরাতে ৷ আনুমানিক 700 ভারতীয়কে দেশে ফেরানো হবে বলে জানা গিয়েছে ৷
11:03 May 15
দিল্লি থেকে 602 জন যাত্রী নিয়ে কেরালার তিরুবনন্তপুরমে পৌছাল প্রথম ট্রেন ৷ স্টেশনে পৌছানোর পর প্রতিটি যাত্রীর স্ক্রিনিং করা হয় ৷
11:03 May 15
মধ্যপ্রদেশের শিবপুরীতে মারধোর ও জোর করে মূত্র পান করানোয় এক ব্যক্তির আত্মহত্যা ৷ ঘটনায় দুই মহিলা সহ তিনজনের জড়িতকে গ্রেফতার করা হয়েছে ৷ সম্পূর্ণ ঘটনার একটি ভিডিয়ো ও সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে বলে জানানো হয় পুলিশের তরফ থেকে ৷
11:03 May 15
আজ ভোর 4.30-এ খোলা হল বদ্রিনাথ মন্দিরের প্রবেশদ্বার ৷ উপস্থিত ছিলেন মন্দিরের প্রধান পুরোহিত সহ মোট 28 জন ৷
09:21 May 15
দিল্লিতে আটকে পড়া ব্যক্তিদের নিয়ে চেন্নাই পৌছাল একটি বিশেষ ট্রেন ৷