হায়দরাবাদ, 5 মে: তেলাঙ্গানায় লকডাউনের মেয়াদ বাড়ল আগামী 29 মে অবধি। আজ রাজ্য প্রশাসনের এক ম্যারাথন বৈঠকের পর এই ঘোষণা করলেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।
তেলাঙ্গানায় লকডাউনের মেয়াদ বেড়ে 29 মে - তেলেঙ্গানায় লকডাউন 29 মে অবধি
কেন্দ্রের লকডাউনের মেয়াদ ছাপিয়ে আগামী 29 মে অবধি রাজ্যে লকডাউন ঘোষণা করলেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।
মঙ্গলবার প্রগতি ভবনে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও বলেন, হায়দরাবাদ ও সংলগ্ন জেলা রঙ্গা রেড্ডি এবং মালকাজিগিরি-মেডচাল জেলার সংক্রমণ পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠেছে। এক্ষেত্রে বিন্দুমাত্র গাফিলতিরও প্রসঙ্গ ওঠে না। সেই কারণেই লকডাউনের মেয়াদ আগামী 29 মে অবধি বাড়ানো হল।
যদিও গোটা দেশে গত 3 মে দ্বিতীয় দফার লকডাউন শেষ হওয়ার পর বেশ কিছু ছাড় সহ তৃতীয় দফার লকডাউন ঘোষণা করেছে কেন্দ্র। যা গত 4 মে থেকে শুরু হয়েছে, চলবে 17 মে পর্যন্ত। এরই মধ্যে কেন্দ্রের লকডাউনের মেয়াদকে ছাপিয়ে আগামী 29 মে পর্যন্ত লকডাউন ঘোষণা করলেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী।