চতুর্থবারের জন্য বাড়ল লকডাউনের মেয়াদ ৷ আরও 14 দিন বেড়ে আগামী 31 মে পর্যন্ত দেশজুড়ে চলবে লকডাউন ৷ এবারের লকডাউনেও ছাড় পেয়েছে কয়েকটি ক্ষেত্র ৷ জারি রয়েছে কিছু বিধি নিষেধও ৷ কোন কোন ক্ষেত্র ছাড় পেল আর কোন ক্ষেত্রে বজায় থাকল নিষেধাজ্ঞা ? দেখে নেওয়া যাক একনজরে-
কী ছাড় পেল, কী নয়
আজ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ঘোষণা করা হল দেশজুড়ে লকডাউনের নতুন মেয়াদ ৷ আরও 14দিন যোগ হয়ে 31 মে পর্যন্ত চলবে লকডাউন ৷ এর মধ্যে ছাড় পেয়েছে বহু ক্ষেত্র, থাকছে নিষেধাজ্ঞাও ৷
লকডাউন
কোন কোন ক্ষেত্রে ছাড়-
- আন্ত:রাজ্য পরিবহন ব্যবস্থা চালু ৷ রাজ্যগুলির অনুমতি সাপেক্ষে চলবে যাত্রীবাহী বাস ও অন্য যানবাহন ৷
- চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত নার্স, প্যারা-মেডিকেল স্টাফ, সাফাইকর্মী ও অ্যাম্বুল্যান্স বিনা বাধায় রাজ্যের অভ্যন্তরে চলাচল করতে পারবে ৷
- আন্তঃরাজ্যে যে কোনও পণ্যবাহী যান চলাচলে ছাড় ৷ চলতে পারে ফাঁকা ট্রাকও ৷
- চালু থাকবে অনলাইন ডিসটেন্স ক্লাস ৷
- স্টেডিয়াম ও স্পোর্টস কমপ্লেক্স খোলার অনুমতি দেওয়া হল ৷ তবে দর্শকদের প্রবেশে নিষেধাজ্ঞা ৷
- বাড়িতে খাবার ডেলিভারির জন্য খোলা থাকবে রেস্টুরেন্টগুলি ৷
- খোলা যাবে বাস ডিপো, রেল স্টেশন ও বিমানবন্দরের বিভিন্ন ক্যান্টিনগুলিও ৷
- সেবামূলক পরিষেবা চালু করা যাবে পুলিশ, স্বাস্থ্যকর্মী, সরকারি কর্মচারী এবং পর্যটকসহ কোয়ারানটিনে থাকা ভিন রাজ্যের আটকে পড়া ব্যক্তিদের জন্য ৷
কোন কোন ক্ষেত্রে বজায় থাকল নিষেধাজ্ঞা-
- সন্ধে সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত সাধারণ মানুষের চলাচলে নিষেধাজ্ঞা ৷ তবে অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের চলাচলে অনুমতি ৷
- বন্ধ থাকবে সমস্ত অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমান পরিষেবা ৷ তবে স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমতিতে অন্তর্দেশীয় স্বাস্থ্য পরিষেবা, এয়ার অ্যাম্বুলেন্স ও সুরক্ষা খাতে বিমান চলাচলে বাধা নেই ৷
- বন্ধ থাকবে মেট্রো রেল পরিষেবা ৷
- স্কুল, কলেজ ও অন্য শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে ৷
- হোটেল, রেস্টুরেন্ট ও অন্য সেবামূলক পরিষেবা বন্ধ থাকবে ৷
- খোলা যাবে না শপিং মল, সিনেমা হল, জিম, সুইমিং পুল, থিম পার্ক, পানশালা, অডিটোরিয়াম ও একই রকমের অন্য জায়গা ৷
- কোনও ধরনের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয়, বিনোদন, শিক্ষামূলক জমায়েত করা যাবে না ৷
- বন্ধ থাকবে সকল ধর্মীয় প্রতিষ্ঠানগুলিও ৷ কোনও ধর্মীয় জমায়েতও করা যাবে না লকডাউনের মাঝে ৷
Last Updated : May 17, 2020, 11:27 PM IST