দিল্লি, 13 মে : প্রায় 48 দিন পর আবার চালু হয়েছে যাত্রীবাহী রেল পরিষেবা । 11 মে থেকে শুরু হয়েছে বুকিং । যাত্রীদের থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছে রেল । প্রথমদিন দেড় লাখের বেশি মানুষ টিকিট বুক করেছেন । 1,69,039 জন যাত্রী 90,331টি টিকিট বুক করেছেন । 12 মে থেকে যাত্রীবাহী 30টি বিশেষ শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন চালানো শুরু হয়েছে । এরপরই টিকিট বুকিং-র তথ্য প্রকাশ করে রেল।
এখনও পর্যন্ত 1.69 লাখ যাত্রী টিকিট বুক করেছেন, জানাল রেল - special train service
লকডাউনের জন্য বন্ধ হয়ে যায় ট্রেন পরিষেবা । প্রায় 48দিন পর আবার যাত্রীবাহী ট্রেন চালানোর কথা জানায় রেলমন্ত্রক ।
লকডাউনের জন্য বন্ধ হয়ে যায় ট্রেন পরিষেবা । 25 মার্চ থেকে বন্ধ ছিল যাত্রীবাহী রেল পরিষেবা । প্রায় 48 দিন পর আবার যাত্রীবাহী ট্রেন চালানোর কথা জানায় রেলমন্ত্রক । দিল্লি থেকে গত সন্ধেয় দুটি বিশেষ ট্রেন ছাড়ে । একইভাবে অন্যান্য বড় শহরগুলি থেকেও ট্রেন পরিষেবা শুরু হয়েছে । প্ল্যাটফর্ম এবং স্টেশন চত্বর নিয়মতি স্যানিটাইজ় করা হচ্ছে । উত্তর রেলওয়ের মুখপাত্র দীপক কুমার জানান, মাস্ক পরা বাধ্যতামূলক । যাত্রীদের নিজস্ব কম্বল নিয়ে আসতে বলা হয়েছে । খাবার এবং জলও নিজের জন্য নিয়ে আসতে বলা হয়েছে ।
12 মে থেকে 20 মে পর্যন্ত রেলের তরফে একটি টাইম-টেবিল প্রকাশ করা হয়েছে । এই দিনগুলিতে প্রতিদিন সপ্তাহে বা দ্বি-সপ্তাহে দিল্লি থেকে দেশের অন্যান্য বড় শহরগুলিতে ট্রেন চলবে । ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, পটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকেনদরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবনন্তপুরম, ম্যাডগাঁও, মুম্বই সেন্ট্রাল, আহমেদাবাদ এবং জম্মু-তাওয়াই স্টেশনে ট্রেন পরিষেবা চালু থাকবে ।