তিরুবনন্তপুরম, 30 ডিসেম্বর : বাধা মানবেন না ৷ দিন হোক বা রাত, যখন প্রয়োজন, তখনই বাইরে বেরোবেন, কথা ছিল এমনই ৷ সমানাধিকারের অর্থই তো তাই ৷ কথা মতোই রাতে তিরুবনন্তপুরমের রাস্তায় হাঁটলেন শ’য়ে শ’য়ে মহিলা ৷ দেশের নারী সুরক্ষার বেহাল দশার প্রতিবাদে কেরালা সরকারের পক্ষ রাতে একটি পদযাত্রার আয়োজন করা হয় ৷ রবিবার রাতে সেই পদযাত্রাতেই পা মেলালেন কেরালার মহিলারা ৷
''বাধা মানছি না,'' কেরালায় 'নাইট ওয়াক' মহিলাদের
কেরালা সরকারের পক্ষ রাতে একটি পদযাত্রার আয়োজন করা হয় ৷ রবিবার রাতে সেই পদযাত্রাতেই পা মেলালেন কেরালার মহিলারা ৷
প্রতীকি পদযাত্রা
কেরালার মন্ত্রী কে কে শৈলজা বলেন, ‘‘রাতের এই পদযাত্রায় বার্তা দেওয়া হল, মহিলারাও রাতে যখন খুশি বাড়ির বাইরে বেরোতে পারেন ৷ এখানে কোনও সময়ের বাধা নেই ৷’’
দেশজুড়ে নারী সুরক্ষার বেহাল দশা ধরা পড়ছে একের পর এক ঘটনায় ৷ হায়দরাবাদ থেকে হরিয়ানা, একের পর এক ধর্ষণের ঘটনা সামনে এসেছে ৷ সেই সময়ই কেরালার এই পদযাত্রা বিশেষ অর্থবহ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে ৷ সমাজকে বার্তা দিতেই এই পদযাত্রা, বলেন শৈলজা ৷