দিল্লি, 10 অক্টোবর : দুই কোটি টাকা পর্যন্ত ঋণের কিস্তিতে সুদের উপর সুদ গ্রাহককে দিতে হবে না । সে ভার বহন করবে কেন্দ্রই । কিন্তু কেন্দ্রের এই সিদ্ধান্ত সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছিল সুপ্রিম কোর্ট । তারই পরিপ্রেক্ষিতে আজ ফের হলফনামা দিয়ে কেন্দ্র আদালতে জানায়, বিভিন্ন সেক্টরে আরও ছাড় দেওয়া সম্ভব নয় । কেন্দ্রের রাজস্ব নীতিতে আদালতের হস্তক্ষেপ করা উচিত নয় বলে হলফনামায় বলা হয়েছে ।
আজ কেন্দ্রের তরফে জমা দেওয়া হলফনামায় বলা হয়, রাজস্ব নীতি নির্ধারণ করা কেন্দ্রের দায়িত্ব । সেক্টর অনুযায়ী ছাড়ের বিষয়ে ঢোকা উচিত নয় আদালতের । দুই কোটি পর্যন্ত ঋণের জন্য মোরাটোরিয়ামের মেয়াদে কিস্তির উপর বকেয়া সুদে ছাড় দেওয়ার সিদ্ধান্তের বাইরে আরও আর্থিক ছাড়ের সিদ্ধান্ত নিলে তা দেশের জাতীয় অর্থনীতি ও ব্যাঙ্কিং পরিষেবার উপর প্রভাব ফেলবে ।
লকডাউন এবং কোরোনা পরিস্থিতিতে ধাক্কা খেয়েছে অর্থনীতি । প্রভাব পড়েছে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত শ্রেণির উপরেও । বেড়েছে বেকারত্ব । এই সময়ে একটু স্বস্তি দিতে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়, লকডাউনের এই কয়েকমাস ঋণের কিস্তি গ্রাহকদের দিতে হবে না । কিন্তু রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কগুলি গ্রাহকদের জানায়, কিস্তির টাকা দেওয়া বন্ধ করলে বকেয়া আসল ও সুদ উভয়ের উপরেই ওই মেয়াদের জন্য সুদ দিতে হবে ।
ব্যাঙ্কগুলির ঘোষণার বিরোধিতা করে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে । 28 সেপ্টেম্বর সরকারের চূড়ান্ত ব্যাখ্যা দেওয়ার কথা ছিল । কিন্তু সুপ্রিম কোর্ট কেন্দ্রকে আরও সাতদিন সময় দেয় ।