পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ধর্ষণের পর বিচার পাননি ? বুলন্দশহরে আত্মহত্যা যুবতির

উত্তরপ্রদেশে এক আইনের পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ ওঠে ৷ পরে আত্মহত্যা করেন তিনি ।

ছবি
ছবি

By

Published : Nov 17, 2020, 1:23 PM IST

বুলন্দশহর (উত্তরপ্রদেশ), 17 নভেম্বর : কয়েকদিন আগে এক যুবতির উপর ধর্ষণের অভিযোগ ওঠে উত্তরপ্রদেশের বুলন্দশহরে ৷ আর এরপরই আত্মহত্যা করেন তিনি ৷ তাঁর পরিবারের অভিযোগ, বিচার না পাওয়াতেই আত্মহত্যা করেছেন তিনি । মৃতদেহর পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে ৷

3 অক্টোবর, ওই যুবতি কামরুদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে অপহরণ, হেনস্থা ও ভয় দেখানোর অভিযোগ দায়ের করেছিলেন ৷ কিন্তু পরে ওই যুবতি জানিয়েছিলেন , পারিবারিক চাপে পড়ে তিনি মামলা করেছেন ৷ তাই পুলিশের তরফে বিষয়টি নিয়ে কোনও তদন্ত করা হয়নি ৷ এরপর পুলিশ জানায়, ওই যুবতি সঙ্গে তাঁর পরিবারের সম্পর্ক ভালো ছিল না ৷ তিনি 3 অক্টোবর বন্ধুর বাড়ি যান এবং পরদিন সকালে বাড়ি ফিরে আসেন ৷

আরও পড়ুন: নাবালিকাকে গণধর্ষণের পর খুন, বের করা হল যকৃত সহ একাধিক অঙ্গ

এরপর 24 অক্টোবর যুবতি আবারও একটি মামলা দায়ের করেন ৷ এবার তিনি কামরুদ্দিনের পাশাপাশি কাকা মুভিন ও অভ্রর বিরুদ্ধে থানায় অভিযোগ জানান ৷ তাঁর বক্তব্য, 16 অক্টোবর ভোর চারটে নাগাদ কামরুদ্দিন তাঁকে ফোন করে দেখা করার কথা বলে ৷ তিনি যখন দেখা করতে যান তখন কামরুদ্দিন ও তার দুই বন্ধু তাঁকে তুলে নিয়ে আলিগড় চলে যায় ৷ যেখানে তাঁরা যুবতিকে গণধর্ষণ করে বাড়ি পাঠিয়ে দেয় ৷ তবে পুলিশের বক্তব্য, যেখানে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে তখন অভিযুক্তরা সেখানে ছিল না । মোবাইল লোকেশন অনুযায়ী কামরুদ্দিন হরিয়ানার ফরিদাবাদে ছিল ৷ এবং তার মোবাইল ফোন থেকে যুবতিকে কোনও ফোন বা মেসেজ করার প্রমাণ পাওয়া যায়নি ৷

যেহেতু কোনওরকম তথ্যপ্রমাণ সেইভাবে মেলেনি তাই প্রাথমিকভাবে পুলিশ কামরুদ্দিন, অভ্র এবং মুভিনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 306 ধারায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা রুজু করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details