পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

UPDATES of Fani : ফণীর তাণ্ডবে ওড়িশায় মৃত 8; আহত 160-র বেশি - west bengal

ফণী

By

Published : May 3, 2019, 10:23 AM IST

Updated : May 4, 2019, 2:33 AM IST

2019-05-03 23:56:45

ভুবনেশ্বর, 3 মে : ফণীর দাপটে ওড়িশায় 8 জনের মৃত্যু হয়েছে। রাজ্যের দিকে ক্রমশ এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড়। সকালের দিকে রাজ্যে আছড়ে পড়েব ফণী ।

মৌসম ভবনের আপডেট

UPDATES of Fani : 

  • মেদিনীপুরের 110 কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ও দিঘা 80 কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ও কলকাতার 210 কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে ফণী 
  • পরবর্তী 12 ঘণ্টায় উত্তর ও উত্তর-পশ্চিমে সরে যাচ্ছে ফণী । আগামীকাল সকালে 80-90 কিলোমিটার বেগে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আছড়ে পড়বে ফণী । হাওয়ার বেগ 105 কিলোমিটার হতে পারে
  • ওড়িশায় মৃত বেড়ে 8

2019-05-03 20:51:47

ভুবনেশ্বর, 3 মে : ফণীর দাপটে ওড়িশায় 3 জনের মৃত্যু হয়েছে। 9 টা নাগাদ পুরীতে আছড়ে পড়ে ফণী। এবার রাজ্যের দিকে ক্রমশ এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড়।

UPDATES of Fani :

  • প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ফণী । রাত সাড়ে আটটায় উপকূলবর্তী ওড়িশার উপর বালাসর থেকে পশ্চিমে 20 কিলোমিটার দূরে অবস্থান করছে ফণী । আগামী 12 ঘণ্টায় সেই সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে
  • বিনামূল্যে ত্রাণসামগ্রী পাঠাবে রেল । রেলওয়ের তরফে একটি গাইডলাইন জারি করে বলা হয়, সরকারি দপ্তরগুলি বিপর্যস্ত রাজ্যগুলিতে বিনামূল্যে ত্রাণসামগ্রী পাঠাতে পারে
  • সমুদ্রে কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি । জানাল উপকূলরক্ষী বাহিনী 
  • ওড়িশা : পুরীতে নাভাল ডর্নিয়ার এয়ারক্রাফ্ট বিমান এরিয়াল সার্ভে করে

2019-05-03 18:16:22

ভুবনেশ্বর, 3 মে : ফণীর দাপটে ওড়িশায় 3 জনের মৃত্যু হয়েছে। 9 টা নাগাদ পুরীতে আছড়ে পড়ে ফণী। এবার রাজ্যের দিকে ক্রমশ এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড়।

UPDATES of Fani : 

  • ওড়িশা : আগামীকাল দুপুর একটা থেকে ভুবনেশ্বরে বিমান পরিষেবা চালু হতে পারে
  • নেপাল : ফণীর দাপটে 6 হাজার 400 ফুটে এভারেস্টের 2 নম্বর ক্যাম্পে প্রায় 20টি তাঁবু উড়ে গেছে । ঘটনায় কোনও হতাহতের খবর নেই
  • অন্ধ্রপ্রদেশের শ্রীকুলাম জেলার বিভিন্ন অংশে ফণীর প্রভাবে বৃষ্টি হচ্ছে
  • 28 টি ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল
  • বিকেল সাড়ে 5টায় 21.1 উত্তর ও 86.5 পূর্বে কটকের 50 কিলোমিটার উত্তর-পূর্বে ও বালাসোর থেকে 60 কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে ফণী । আগামী 6 ঘণ্টায় দুর্বল হয়ে তা অতি তীব্র ঘূর্ণিঝড় থেকে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে 
  • NDRF-র DG এস এন প্রধান বলেন, "এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের জেরে তিনজনের মৃত্যু হয়েছে । "
  • পশ্চিমবঙ্গ : CESC-র তরফে মোবাইল ভ্যান রাখা হয়েছে । বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হলে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য রেডিয়ো কমিউনিকেশন সেট রাখা হয়েছে
  • পশ্চিমবঙ্গ : কাঁথির ভূপতিনগরে ঝড়ের দাপটে বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে  
  • পশ্চিমবঙ্গ : দিঘাতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর আরও 2টি দল এসেছে । একটি দল হলদিয়াতে রয়েছে  ও অপর দলটিকে মন্দারমণিতে মোতায়েন রাখা হয়েছে
  • পশ্চিমবঙ্গ : কাঁথি সাব ডিভিশনে উপকূলবর্তী এলাকা থেকে সাড়ে 25 হাজার স্থানীয় বাসিন্দাকে সরাল প্রশাসন । 7 হাজার 500 জনকে ত্রাণ শিবিরে রাখা হয়েছে
  • রিপোর্ট অনুযায়ী, পুরীতে কুঁড়েঘর , পুরোনো বাড়ি ও অস্থায়ী দোকানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । মৃত্যুর নিশ্চিত কোনও খবর পাওয়া যায়নি । বিদ্যুত ও ফোন পরিষেবা পুরোপুরি বিপর্যস্ত । NDRF ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল রাস্তা পরিষ্কার করছে  
  • ভুবনেশ্বরে AIIMS-র স্নাতকোত্তর স্তরের পরীক্ষার কেন্দ্র পড়েছিল । তা বাতিল করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক । পরিস্থিতি স্বাভাবিক হলেই সেই পরীক্ষা নেওয়া হবে
  • ফণীর দাপটে লন্ডভন্ড বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর

2019-05-03 17:32:10

ভুবনেশ্বর, 3 মে : ফণীর দাপটে ওড়িশায় 3 জনের মৃত্যু হয়েছে। 9 টা নাগাদ পুরীতে আছড়ে পড়ে ফণী। এবার রাজ্যের দিকে ক্রমশ এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড়।

মৌসম ভবনের আপডেট

UPDATES of Fani : 

  • উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে ফণী । আগামী 6 ঘণ্টায় দুর্বল হয়ে তা অতি তীব্র ঘূর্ণিঝড় থেকে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে । তারপর তীব্র ঘূর্ণিঝড় হিসেবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঢুকবে

2019-05-03 14:08:39

ভুবনেশ্বর, 3 মে : ফণীর দাপটে ওড়িশায় 3 জনের মৃত্যু হয়েছে। 9 টা নাগাদ পুরীতে আছড়ে পড়ে ফণী। এবার রাজ্যের দিকে ক্রমশ এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড়।

ঝড়ে উড়ল বাড়ির চাল

UPDATES of Fani : 

  • সামান্য উত্তরে সরে ফণী দুপুর আড়াইটের সময়  20.50 উত্তর ও 86 পূর্বে উপকূলবর্তী ওড়িশার উপর অবস্থান করছে ।  ভুবনেশ্বরের উত্তর-পূর্বে 25 কিলোমিটার ও কটকের কাছে ঘূর্ণিঝড়টি রয়েছে । জানাল মৌসম ভবন
  • উদ্ধারকাজ ও ত্রাণের জন্য  অন্ধ্রপ্রদেশের চারটি জেলায়  আদর্শ আচরণবিধি তুলে নিল নির্বাচন কমিশন
  • ফণীর জেরে পাঁচটি ট্রেন বাতিল করল দক্ষিণ-মধ্য রেলওয়ে
  • গোপিবল্লভপুরের চুনঘাটি গ্রামে ঝড়ে উড়ে গেল 25 টি বাড়ির চাল। জখম এক ব্যক্তি 
  • মেদিনীপুরে চাঁদড়া, হোসনাবাদে ভেঙে গেছে 25 টি বাড়ি

2019-05-03 13:14:53

ভুবনেশ্বর, 3 মে : ফণীর দাপটে ওড়িশায় 3 জনের মৃত্যু হয়েছে। 9 টা নাগাদ পুরীতে আছড়ে পড়ে ফণী। এবার রাজ্যের দিকে ক্রমশ এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড়।

পুরীতে ফণীর দাপট
  • ওড়িশায় ফণীর দাপটে পাঁচজনের মৃত্যু হয়েছে
  • অসমর্থিত সূত্রে খবর, কেন্দ্রপাড়ায় একজন,নয়াগড়ে একজন, পুরীতে তিনজনের মৃত্যু হয়েছে

2019-05-03 13:05:14

ভুবনেশ্বর, 3 মে : ফণীর দাপটে ওড়িশায় 3 জনের মৃত্যু হয়েছে। 9 টা নাগাদ পুরীতে আছড়ে পড়ে ফণী। এবার রাজ্যের দিকে ক্রমশ এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড়।

খাদ্যবিতরণ
  • পারাদ্বীপের ত্রাণ শিবিরে চলছে খাদ্য বিতরণ 
  • ভুবনেশ্বরের নয়াপল্লিতে একাধিক জায়গায় গাছ পড়ে বিচ্ছিন্ন যোগযোগ 
  • 100 জন NDRF কর্মী মোতায়েন রয়েছে
  • ঘাটিকিয়ায় ক্ষতিগ্রস্থ ওয়াটার পাম্পিং স্টেশন 

2019-05-03 12:50:28

ভুবনেশ্বর, 3 মে : ফণীর দাপটে ওড়িশায় 3 জনের মৃত্যু হয়েছে। 9 টা নাগাদ পুরীতে আছড়ে পড়ে ফণী। এবার রাজ্যের দিকে ক্রমশ এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড়।

মৌসম ভবনের জরুরি বিজ্ঞপ্তি
  • ঘণ্টা তিনেকের মধ্যে রাজ্যে ঢুকছে ফণী
  • 115 কিমি গতিবেগে ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত চলবে

2019-05-03 12:33:38

ভেঙে পড়েছে গাছপালা
  • ওড়িশার জগৎসিংহপুর, কেন্দ্রপাড়া, খুরদায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে
  • ভুবনেশ্বরে একাধিক জায়াগায় গাছপালা পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে

2019-05-03 12:06:47

দিঘায় জলোচ্ছ্বাস
  • দিঘাতে NDRF টিম মোতায়েন করা হয়েছে । এখনও পর্যন্ত 132 জনক সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এদের 52 জন শিশু
  • IMD  অধিকর্তা মৃত্যুঞ্জয় মহাপাত্র জানালেন, আগামী তিন ঘণ্টায় ধীরে ধীরে দুর্বল হতে পারে ফণী । 150-160 কিমি গতিবেগে চলবে ঝোড়ো হাওয়া। ক্রমশ উত্তর-উত্তরপূর্ব দিকে সরছে ফণী

  • বিকেল 3 টা থেকে আগামীকাল সকাল 8 টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে অসামরিক বিমান পরিষেবা বন্ধ থাকবে 

2019-05-03 11:00:21

উত্তাল সমুদ্র,চলছে ভারী বৃষ্টিপাত

​​​​​

  • উত্তর-উত্তরপূর্ব হয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে ফণী। পরবর্তী 6 ঘণ্টার মধ্যে ধীরে ধীরে দুর্বল হতে পারে ফণী।  

  • 11 টি জেলা থেকে প্রায় 11 লাখ লোকজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 4000-র বেশি ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে। ফণীর মোকাবিলা করতে বিশেষভাবে 880 টি সেন্টার তৈরি করা হয়েছে

  • ঝোড়োহাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত চলছে গঞ্জামে 

  • শ্রীকাকুলামে ফুলে ফেঁপে উঠেছে বহুদা নদী

  • ঝোড়ো হাওয়ার হাত থেকে বাঁচতে ভুবনেশ্বর স্টেশন চত্বরে আশ্রয় নিচ্ছে লোকজন 

  • ত্রাণ ও উদ্ধারকার্যের জন্য বিশাখাপটনমে 13 টি নৌ সেনার বিমান প্রস্তুত রয়েছে

  • ভুবনেশ্বরে ঝোড়োহাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত 

2019-05-03 10:01:50

দেখুন ভিডিয়ো
  • ওড়িশায় 240-245 কিমি গতিবেগে চলছে ঝোড়োহাওয়া 
  • 11 লাখের বেশি মানুষকে সরানো হয়েছে
  • উপকূলরক্ষী বাহিনী ভাইজ়াগ, চেন্নাই, পারাদ্বীপ, গোপালপুর, হলদিয়া, ফ্রেজারগঞ্জ এবং কলকাতায় 34 টি রিলিফ টিম মোতায়েন করেছে। এরই সঙ্গে ভাইজ়াগ ও চেন্নাইতে চারটি জাহাজ রয়েছে
  • ঝোড়োহাওয়া শুরু হয়েছে বিশাখাপটনমে
  • পুরীতে আছড়ে পড়ল ফণী, গতিবেগ 175 কিমি
  • পুরী থেকে 40 কিমি দূরে ফণী
  • পুরী থেকে 80 কিলোমিটার দূরে এবং গোপালপুর থেকে 65 কিলোমিটার দূরে অবস্থান করছে ফণী
  • ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে শ্রীকাকুলামে
  • ইস্ট কোস্ট রেলওয়ের তরফে আরও 10 টি ট্রেন বাতিল করা হয়েছে। আজ 7 টি ট্রেন, আগামীকাল 1টি, 6 মে একটি এবং 7 মে একটি ট্রেন বাতিল করা হয়েছে
  • দিঘায় থাকা পর্যটকদের সরিয়ে আনতে আজ SBSTC 50 টি বাস চালু করবে
  • যেসব এলাকায় ফণী আছড়ে পড়তে পারে, গত 24 ঘণ্টায় সেখান থেকে 10 লাখেরও বেশি মানুষকে সরিয়ে আনা হয়েছে
  • ভিজিয়ানাগারাম ও শ্রীকাকুলাম জেলার শতাধিক গ্রামে
  • বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে
  • ওড়িশার পেন্থাকাটা গ্রামের মৎসজীবীরা ত্রাণ কেন্দ্রের দিকে রওনা দিচ্ছেন
  • পুরী থেকে 130 কিমি দূরে ফণী
  • উপকূলরক্ষী বাহিনী 4 টি জাহাজ ও 34 টি রিলিফ টিম মোতায়েন করেছে
  • গঞ্জাম থেকে 301460 জন মানুষকে সরিয়ে আনা হয়েছে। 541 জন গর্ভবতী মহিলাদের নিরাপদে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে
  • যেসব এলাকায় ফণী আছড়ে পড়তে পারে, গত 24 ঘণ্টায় সেখান থেকে 10 লাখেরও বেশি মানুষকে সরিয়ে আনা হয়েছে
  • ভিজিয়ানাগারাম ও শ্রীকাকুলাম জেলার শতাধিক গ্রামে
  • বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে
  • ওড়িশার পেন্থাকাটা গ্রামের মৎসজীবীরা ত্রাণ কেন্দ্রের দিকে রওনা দিচ্ছেন
  • পুরী থেকে 130 কিমি দূরে ফণী
  • উপকূলরক্ষী বাহিনী 4 টি জাহাজ ও 34 টি রিলিফ টিম মোতায়েন করেছে
Last Updated : May 4, 2019, 2:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details