পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাজ্যে আমফানের দাপটে মৃত 8

By

Published : May 20, 2020, 9:19 AM IST

Updated : May 21, 2020, 12:40 AM IST

Cyclone Amphan
সাইক্লোন আমফান

21:21 May 20

রাজ্যে প্রবেশ করল সাইক্লোন আমফান ৷ ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন অংশে শুরু হয়েছে ঝড়-বৃষ্টি ৷ আমফানের গতিপথ ও যাবতীয় আপডেট একনজরে-

130-135 কিমি বেগে কলকাতায় বইছে ঝড় ৷

21:20 May 20

এত বড় বিপর্যয়ের জন্য তৈরি ছিলাম না, বললেন মুখ্যমন্ত্রী ৷

21:18 May 20

স্বাভাবিক ছন্দে ফিরতে 10-12 দিন লাগবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

21:15 May 20

একটি বিশেষ টাস্ক ফোর্সের গঠন করা হয়েছে ৷ আগামীকাল দুপুর তিনটের সময় প্রথম বৈঠক ৷

21:14 May 20

মুখ্যমন্ত্রী বলেন, পাঁচ লক্ষ মানুষকে সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে ৷ প্রাথমিক রিপোর্টে 10-12 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে ৷

21:14 May 20

কোরোনার থেকেও বড় বিপর্যয় আমফান ৷ ঝড়ের দাপটে আমরা স্তম্ভিত -বললেন মুখ্যমন্ত্রী ৷

21:01 May 20

বহু মানুষের সর্বনাশ হয়ে গিয়েছে বললেন মমতা ৷

21:01 May 20

মুখ্যমন্ত্রী বললেন, দুই মেদিনীপুরও ক্ষতিগ্রস্ত হয়েছে আমফানে ৷ 

20:59 May 20

দুই 24 পরগণায় বিপুল ক্ষতি ৷ তিন-চারদিন লাগবে পরিস্থিতি স্বাভাবিক হতে -ফেসবুক লাইভে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

20:58 May 20

চাঁদনি চক মেট্রো স্টেশনের কাছে ভেঙে পড়ল গাছ। ট্রাফিক সিগনাল সেন্ট্রাল এভিনিউতে একদিকে যান চলাচল বন্ধ করল পুলিশ।

20:58 May 20

ওয়েলিংটন, গড়িয়াহাট সহ শহরের চারটি প্রান্তে ভেঙে পড়ল ট্রাফিক সিগনাল।

20:58 May 20

বিকেল চারটে পর্যন্ত ১৮ টি গাছ ভেঙে পড়েছে শহরের বিভিন্ন প্রান্তে ৷

19:44 May 20

হাওড়ার কদমতলায় উড়ে গেল স্কুলের ছাদ ৷

19:19 May 20

নবান্ন সূত্রের খবর, দক্ষিণ 24 পরগণার কাকদ্বীপ ও নামখানা এবং উত্তর 24 পরগণার হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ এলাকায় ঝড়ের প্রবল তান্ডব চলছে ৷ সবাইকে সুরক্ষিত স্থানে থাকার অনুরোধ ৷ 

19:19 May 20

ফিরহাদ হাকিমকে মুখ্যমন্ত্রীর নির্দেশ, পুরকর্মীরা এই মুহুর্তে রাস্তায় যেন না নামেন ৷

19:18 May 20

নবান্নের কন্ট্রোলরুম থেকে দুই 24 পরগণার জেলা প্রশাসনকে নির্দেশ দিলেন কলকাতা পুরসভার মুখ্যপ্রশাসক ৷ 

19:14 May 20

আমফানে মৃত আরও এক ৷ বসিরহাট মহকুমার মাটিয়া এলাকায় ঘূর্ণিঝড়ে মৃত আরও এক ৷ মৃতের নাম মহন্ত দাস (20) ৷ গাছ চাপা পড়ে তার মৃত্যু হয় ৷ মৃতের বাড়ি মোমিনপুরে ৷

19:00 May 20

সন্ধ্যে 6.55 মিনিটে দমদমে ঝড়ের গতিবেগ ছিল  প্রতি ঘন্টায় 130কিমি ৷

18:50 May 20

কলকাতার বিস্তীর্ণ এলাকা বিদ্যৎহীন ৷ ঝড়ের দাপটে ভেঙে পড়েছে বহু গাছ ও বৈদ্যুতিক খুটি ৷

18:38 May 20

কলকাতায় এই মুহূর্তে ঝড়ের গতিবেগ 112কিমি প্রতি ঘন্টা ৷ 

18:36 May 20

ঝড়ে মিলেনিয়াম পার্কে উলটে গেল গাড়ি ৷

18:33 May 20

উত্তর 24 পরগণায় হাড়োয়ায় গাছ ভেঙে জখম দুই ৷ কেবল বসিরহাট মহকুমাতেই সন্ধ্যে সাড়ে ছ’টা অবধি 5500 কাঁচা বাড়ি ভেঙে পড়েছে ৷

18:19 May 20

আমফানে মৃত নুরজাহান বেওয়া নামক এক মহিলা ৷ তিনি বসিরহাটের মিনাখাঁর বাসিন্দা ছিলেন ৷ ঘাড়ে গাছের ডাল ভেঙে তার মৃত্যু হয় ৷ অন্যদিকে হাওড়ার বি গার্ডেন এলাকায় প্রাণ হারিয়েছেন এক কিশোরী । 

17:52 May 20

এন্টালিতে ভাঙল বাড়ি ৷ আমফানের জেরে একটি বাড়ির উপর আরেকটি বাড়ি ভেঙে পড়ল ৷

17:51 May 20

কুলতলি, পাথরপ্রতিমায় ভাঙল বাঁধ ৷

17:34 May 20

বৃহত্তর কলকাতায় প্রবেশ আমফানের ৷ বাড়ল তান্ডব ৷ আগামী চার ঘন্টা চলবে দাপট ৷

16:55 May 20

হাওড়া ব্রিজে বন্ধ করা হল যান চলাচল ৷

16:26 May 20

কলকাতা থেকে 50 কিমি দূরে আমফানের কেন্দ্রস্থল অবস্থান করছে ৷

16:25 May 20

উপকূল অঞ্চলে বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় 160কিমি ৷ 

15:53 May 20

কলকাতার পূর্ণদাস রোডে বাতিস্তম্ভ নিয়ে ভেঙে পড়ল গাছ ৷

15:38 May 20

সেন্ট্রাল অ্যাভিনিউয়ে গাড়ির উপর ভেঙে পড়ল গাছ ৷

15:33 May 20

ট্যাংরা, বেহালাতেও ঝড়ে ভেঙে পড়ছে গাছ ৷

15:27 May 20

সাগর থেকে 35 কিমি ও কলকাতা থেকে 70 কিমি দূরে অবস্থান করছে সাইক্লোন আমফানের কেন্দ্রস্থল ৷

15:27 May 20

গাছ ভেঙে পড়ল গড়িয়াহাট ও নিউ আলিপুরে ৷

15:15 May 20

দুপুর আড়াইটেয় রাজ্যে প্রবেশ করল আমফান ৷ স্থলবাগে সম্পূর্ণ প্রবেশ করতে সময় লাগবে মোট সাড়ে তিন থেকে চার ঘন্টা ৷ 

13:19 May 20

আমফান সতর্কতায় AJC বোস সহ শহরের সমস্ত উড়ালপুল বন্ধ করে দেওয়া হল ৷

13:18 May 20

সাগর থেকে 95 কিমি দূরে অবস্থান করছে আমফান ৷ পারাদ্বীপ থেকে 120 কিমি দূরে ও কলকাতা থেকে 195 কিমি দূরে রয়েছে সাইক্লোন আমফান ৷

13:09 May 20

গত ছয় ঘন্টায় গতি বাড়িয়েছে সাইক্লোন আমফান ৷ ঘন্টায় 15 কিমি থেকে বর্তমানে ঘন্টায় 29 কিমি বেগে এগিয়ে আসছে আমফান ৷  

12:39 May 20

সকাল 11.30টায় দিঘার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে 125 কিমি দূরে অবস্থান করছিল সাইক্লোন আমফান ৷ IMD-র তথ্য অনুযায়ী আজ দুপুরেই স্থলভাগে প্রবেশ করবে আমফান ৷

12:07 May 20

NDRF প্রধান এস এন প্রধান জানালেন, ওড়িশার বালাসর, ভদ্রক থেকে প্রায় 1.5 লাখ ও পশ্চিমবঙ্গে 3.3 লাখের উপর মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷

12:04 May 20

আমফানের প্রথম শিকার ৷ ওড়িশার ভদ্রকে তিনবছরের এক শিশু প্রাণ হারাল রাবিশে চাপা পড়ে ৷

12:04 May 20

দিঘা থেকে 177 কিমি দক্ষিণ, দক্ষিণ-পূর্বে অবস্থান করছে সাইক্লোন আমফান ৷ স্থলভাগে আছড়ে পড়ার পর এই ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে প্রতি ঘন্টায় 155-165 কিমি ৷ সাইক্লোনের জোর থাকবে আগামীকাল সকাল অবধি ৷

11:35 May 20

দিঘার 150 কিমির মধ্যে ঢুকে পড়ল সাইক্লোন আমফান ৷

10:58 May 20

সাইক্লোন আমফানের জেরে আগামীকাল সকাল পাঁচটা অবধি কলকাতা বিমানবন্দরের যাবতীয় কাজ বন্ধ রাখা হল ৷ কোরোনা ভাইরাসের জেরে বিশেষ বিমানে যে উদ্ধারকার্য চালানো হচ্ছিল, তাও আজকের জন্য বন্ধ রাখা হল ৷

10:58 May 20

ওড়িশাতেও আমফানের প্রভাবে শুরু হয়েছে ঝড়-বৃষ্টি ৷ ভদ্রক সহ বিভিন্ন জেলায় গাছ উপড়ে পড়ার ঘটনা সামনে এসেছে ৷

10:58 May 20

সকাল থেকেই উত্তাল দিঘার সমুদ্র ৷ ঝোড়ে হাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে তুমুল বৃষ্টি ৷

10:58 May 20

আমফানের আতঙ্কে গোসাবা, কাকদ্বীপ, নামখানা, পাথরপ্রতিমার সমস্ত খেয়াঘাট বন্ধ করা হল ৷

10:58 May 20

আগামী থেকে আট ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানালেন ওড়িশার স্পেশাল রিলিফ কমিশনার পি কে জানা ৷

10:58 May 20

পারাদ্বীপ থেকে 110 কিমি দূরে রয়েছে সাইক্লোন আমফান ৷ 18-19 কিমি গতিবেগে এগোচ্ছে সাইক্লোনটি ৷ পারাদ্বীপে 102কিমি বেগে বইছে ঝোড়ো হাওয়া ৷

09:21 May 20

আমফানের প্রবেশের আগেই ওড়িশার ভদ্রকে ঝড়-বৃষ্টিতে ভেঙে পড়ল গাছ ৷

09:20 May 20

দিঘায় বইছে ঝোড়ো হাওয়া ৷ সমুদ্রে জোয়ার এসেছে ৷ প্রশাসনের তরফ থেকে মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে ৷

09:13 May 20

 সকাল থেকে কলকাতার আকাশ কালো মেঘে ঢেকেছে ।  চলছে বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়া ।

09:03 May 20

ফুঁসছে বকখালির সমুদ্র ৷ ক্রমশ এগিয়ে আসছে সমুদ্রের জল । আতঙ্কিত বকখালির উপকূলবর্তী এলাকার বাসিন্দারা ৷ প্রশাসনের কর্মীরা উপকূলবর্তী এলাকার প্রতিটি বাড়ি ও দোকানে গিয়ে তদারকি করছেন । অনেককেই ত্রাণ শিবিরে পাঠানো হয়েছে ৷

Last Updated : May 21, 2020, 12:40 AM IST

ABOUT THE AUTHOR

...view details