পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শেষকৃত্য সম্পন্ন হল প্রণব মুখোপাধ্যায়ের

pranab
প্রণব মুখোপাধ্যায়

By

Published : Sep 1, 2020, 7:08 AM IST

Updated : Sep 1, 2020, 4:02 PM IST

14:32 September 01

দিল্লির সেনা হাসপাতালে গতকাল শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় । তাঁর মৃত্যুতে শোকের ছায়া ভারতের রাজনৈতিক মহলে । 2012 সাল থেকে 2017 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি পদে ছিলেন তিনি । 2019 সালে ভারতরত্ন পান । চিকিৎসাধীন থাকাকালীন প্রণববাবুর কোভিড রিপোর্ট পজ়িটিভ আসে । আজ প্রণব মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হবে । কোভিড নির্দেশিকা মেনেই শেষ শ্রদ্ধা জানানো হয় তাঁকে । গান ক্যারেজের পরিবর্তে মরদেহ শ্মশানে নিয়ে যাওয়া হবে বিশেষ গাড়িতে ।

  • প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হল ।

13:59 September 01

লোধি রোডের শ্মশানে প্রণব মুখোপাধ্যায়ের শেষকৃত্য
  • লোধি রোডের শ্মশানে প্রণব মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হচ্ছে ।

13:29 September 01

শেষ যাত্রায় প্রণব মুখোপাধ্যায়

13:11 September 01

শেষ যাত্রায় প্রণব মুখোপাধ্যায়

13:08 September 01

বিশেষ গাড়িতে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে প্রণববাবুকে
  • দিল্লির বাসভবন থেকে শেষযাত্রায় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ।
  • লোধি রোডের শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ।

12:22 September 01

  • আজ দুঃখের দিন, প্রণবদা আমাদের সঙ্গে নেই  । যাঁরা রাজনীতিতে আসতে চান এবং কোনও সমালোচনা ছাড়া কাজ করা শিখতে চান । প্রণব মুখোপাধ্যায়ের রাজনৈতিক জীবন তাঁদের পর্যবেক্ষণ করা উচিত । শোকপ্রকাশ করে এই কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

11:36 September 01

শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাহুল গান্ধি
  • প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছবিতে শ্রদ্ধার্ঘ্য কংগ্রেস নেতা রাহুল গান্ধির ।

11:36 September 01

  • শেষ শ্রদ্ধা জানালেন কংগ্রেস নেতা গুলাম নবি আজ়াদ এবং BJP নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ।

10:59 September 01

শ্রদ্ধা জানাচ্ছেন মনমোহন সিং
  • শেষ শ্রদ্ধা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ।

10:49 September 01

শ্রদ্ধাজ্ঞাপন অরবিন্দ কেজরিওয়ালের
  • প্রণব মুখোপাধ্যায়কে শ্রদ্ধাজ্ঞাপন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ।

10:48 September 01

শ্রদ্ধা জানাচ্ছেন জেপি নাড্ডা
  • প্রণব মুখোপাধ্যায়ের ছবিতে শ্রদ্ধার্ঘ্য BJP সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ।

10:48 September 01

শ্রদ্ধার্ঘ্য অধীরের
  • প্রণব মুখোপাধ্যায়ের বাসভবনে অধীর চৌধুরি ও CPI নেতা ডি রাজা ।
  • প্রাক্তন রাষ্ট্রপতির ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তাঁরা ।

10:48 September 01

প্রাক্তন রাষ্ট্রপতির ছবিতে শ্রদ্ধার্ঘ্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর
  • প্রণববাবুর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ।

10:34 September 01

শেষ শ্রদ্ধা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের
  • প্রাক্তন রাষ্ট্রপতির ছবিতে শ্রদ্ধার্ঘ্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ।

10:33 September 01

শ্রদ্ধার্ঘ্য উপরাষ্ট্রপতির
  • প্রণব মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর ।

10:33 September 01

প্রণব মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

10:12 September 01

শ্রদ্ধা জানাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রাক্তন রাষ্ট্রপতির ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানালেন নরেন্দ্র মোদি ।

10:09 September 01

শেষ শ্রদ্ধা ওম বিরলার
  • প্রাক্তন রাষ্ট্রপতিকে শেষ শ্রদ্ধা জানালেন লোকসভার অধ্যক্ষ ওম বিরলা ।

10:09 September 01

  • ভারতীয় সেনাপ্রধান এম এম নারাভনে প্রণব মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানালেন ।
  • শেষশ্রদ্ধা চিফ অফ ডিফেন্স স্টাফ জেনেরাল বিপিন রাওয়াতের ।

09:57 September 01

শ্রদ্ধার্ঘ্য রাজনাথ সিংয়ের
  • প্রণব মুখোপাধ্যায়ের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধার্ঘ্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ।

09:47 September 01

  • দিল্লির বাসভবনে প্রণব মুখোপাধ্যায়ের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বিশিষ্টরা ।

09:24 September 01

রাজাজি মার্গে বাসভবনে নিয়ে যাওয়া হচ্ছে প্রণব মুখোপাধ্যায়ের দেহ
  • দিল্লির সেনা হাসপাতাল থেকে বাসভবনের উদ্দেশে প্রণব মুখোপাধ্যায়ের মরদেহ ।

08:19 September 01

  • লোধি রোডের শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে প্রণব মুখোপাধ্যায়ের ।
  • হরিদ্বারে অস্থি বিসর্জন হবে ।

07:33 September 01

  • সকাল 9টা থেকে 10টা 15 পর্যন্ত তাঁকে শ্রদ্ধা জানাবেন সরকারি কর্তাব্যক্তিরা ।
  • 10টা 15 মিনিট থেকে 11টা পর্যন্ত অন্য প্রতিনিধিরা তাঁকে শ্রদ্ধা জানাবেন ।
  • 11টা থেকে বেলা 12টা পর্যন্ত প্রণব মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে পারবে সাধারণ মানুষ ।

07:33 September 01

  • সকাল 8টায় হাসপাতাল থেকে প্রণব মুখোপাধ্যায়ের দেহ বের করা হবে ।
  • সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত দিল্লির বাড়িতে রাখা থাকবে মৃতদেহ ।
  • সরকারি কোভিড নির্দেশিকা মেনে শেষ শ্রদ্ধা জানানো হবে প্রাক্তন রাষ্ট্রপতিকে ।

07:30 September 01

রাষ্ট্রপতিভবনে অর্ধনমিত জাতীয় পতাকা
  • রাষ্ট্রপতি ভবন এবং সংসদে অর্ধনমিত জাতীয় পতাকা ।
  • প্রাক্তন রাষ্ট্রপতির প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে সাতদিনের রাষ্ট্রীয় শোক পালন ।

06:27 September 01

প্রণব মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধায় অর্ধনমিত জাতীয় পতাকা
  • আজ প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দেহ শায়িত থাকবে তাঁর দিল্লির বাড়ি 10 রাজাজি মার্গে ।
  • সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন প্রত্যেকে ।
  • কোরোনার নির্দেশিকা মেনেই উপস্থিত থাকবেন সবাই ।
Last Updated : Sep 1, 2020, 4:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details