- তেলাঙ্গানায় শনিবার নতুন 2 হাজার 474 জন আক্রান্তের হদিস মেলায় মোট কোরোনাক্রান্তের সংখ্যা 1 লাখ ছাড়িয়েছে ৷ মোট আক্রান্তের সংখ্যা 1 লাখ 1 হাজার 865 জন ৷ এদিন রঙ্গা রেড্ডিতে সর্বাধিক আক্রান্ত হয়েছে ৷ আক্রান্তের সংখ্যা 201 জন ৷ এপর্যন্ত কোরোনায় 744 জনের মৃত্যু হয়েছে ৷
- কোরোনা আক্রান্ত হয়েছেন পঞ্জাবের কারা মন্ত্রী সুখজিন্দর সিং রানধাওয়া ৷ জানালেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ৷
- কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, রবিবারে ভারতে 69 হাজার 239 জন কোরোনায় আক্রান্ত হয়েছে ৷ মোট আক্রান্তের সংখ্যা 30 লাখ 44 হাজার 940 জন ৷
- একদিনে সক্রিয় আক্রান্তের সংখ্যা 10 হাজার 338 জন ৷ এখনও পর্যন্ত দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা 7 লাখ 7 হাজার 668 জন ৷
- গত 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে 57 হাজার 989 জন ৷ এপর্যন্ত ভারতে কোরোনা মুক্ত হয়েছে 22 লাখ 80 হাজার 566 জন ৷
- শনিবার থেকে রবিবার সকাল সাড়ে 9 টা পর্যন্ত মৃত্যু হয়েছে 912 জনের ৷ দেশে মোট মৃতের সংখ্যা 56 হাজার 706 জন ৷
- দৈনিক কোরোনা পরিস্থিতির নিরিখে আজ মহারাষ্ট্রের বুলেটিন অনুযায়ী, 14 হাজার 492 জন কোরোনায় আক্রান্ত হয়েছে ৷ রবিবার সকাল সাড়ে ন'টা পর্যন্ত, আক্রান্তের সংখ্যা 6 লাখ 71 হাজার 942 জন ৷ একদিনে সক্রিয় আক্রান্তের সংখ্যা 4 হাজার 954 জন ৷ মোট আক্রান্তের সংখ্যা 1 লাখ 69 হাজার 833 জন ৷ সুস্থ হয়ে উঠেছে 9 হাজার 241 জন ৷ এ পর্যন্ত কোরোনা মুক্ত হয়েছে 4 লাখ 80 হাজার 114 জন ৷ একদিনে মৃত্যু হয়েছে 297 জন ৷ মোট মৃতের সংখ্যা 21 হাজার 995 জন ৷
লাইভ : মাত্র 2 সপ্তাহে সংক্রমিত আরও 10 লাখ, তবে মৃত্যুর হার কম
লাইভ : মাত্র 2 সপ্তাহে সংক্রমিত আরও 10 লাখ, তবে মৃত্যুর হার কম
09:42 August 23
দেশে আনলকের তৃতীয় পর্ব চলছে ৷ আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে ৷ মাত্র দু'সপ্তাহে আরও 10 লাখ সংক্রমিত হয়েছে ৷ সংক্রমিতের সংখ্যা পৌঁছেছে প্রায় 30 লাখে ৷ তবে কোরোনায় মৃত্যুর হার তুলনামূলক কম বলে জানিয়েছে কেন্দ্র ৷ আজ দেশের কোরোনা পরিস্থিতি কেমন তা দেখে নেওয়া যাক ৷
06:14 August 23
- শনিবারে দেশে আক্রান্তের সংখ্যা 69 হাজার 878 জন ৷ মোট আক্রান্তের সংখ্যা 29 লাখ 75 হাজার 701 জন ৷
- একদিনে সক্রিয় আক্রান্তের সংখ্যা 5 হাজার 302 জন ৷ মোট সক্রিয় আক্রান্ত 6 লাখ 97 হাজার 330 জন ৷
- সুস্থ হয়ে উঠেছে 63 হাজার 631 জন ৷ গতকাল পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 22 লাখ 22 হাজার 577 জন ৷
- গতকাল পর্যন্ত 945 জনের মৃত্যু হয়েছে ৷ দেশে মোট 55 হাজার 794 জনের কোরোনায় মৃত্যু হয়েছে ৷
- শনিবারে মহারাষ্ট্রে 14 হাজার 161 জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলেছে ৷ সব মিলিয়ে 6 লাখ 57 হাজার 450 জন আক্রান্ত ৷ একদিনে সক্রিয় আক্রান্ত 2 হাজার 73 জন ৷ মোট আক্রান্তের সংখ্যা 1 লাখ 64 হাজার 879 জন ৷ সুস্থ হয়ে উঠেছে 11 হাজার 749 জন ৷ মোট 4 লাখ 70 হাজার 873 জন কোরোনা মুক্ত হয়েছে ৷ গতকাল 339 জনের মৃত্যু হয়েছে ৷ শনিবার পর্যন্ত মৃত্যু হয়েছে 21 হাজার 698 জনের ৷
- স্বাস্থ্য মন্ত্রকের শনিবারের বুলেটিন অনুযায়ী, তামিলনাড়ুতে একদিনে আক্রান্ত হয়েছে 5 হাজার 995 জন ৷ মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 3 লাখ 67 হাজার 430 জন ৷ সক্রিয় আক্রান্ত 130 জন ৷ মোট সক্রিয় আক্রান্ত 53 হাজার 413 জন ৷ শনিবারে সুস্থ হয়ে উঠেছে 5 হাজার 764 জন ৷ শনিবার পর্যন্ত কোরোনা মুক্ত হয়েছে মোট 3 লাখ 7 হাজার 677 জন ৷ মৃতের সংখ্যা 101 জন ৷ মোট মৃ্ত্যু 6340 জনের ৷
Last Updated : Aug 23, 2020, 9:54 AM IST