পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্লাস্টিকমুক্ত দেশ গড়তে এবার নেতৃত্বে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খুদে পড়ুয়ারা

প্লাস্টিক দূষণ রোধে প্রচারে শামিল হয়ে রীতিমতো নজির গড়েছে বিহারের মধুছাপড়া গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খুদে পড়ুয়ারা ৷

Little crusaders lead anti-plastic push in Bihar village
স্লোগান লেখা প্ল্যাকার্ড

By

Published : Jan 4, 2020, 7:33 AM IST

মোতিহারি, 4 ডিসেম্বর : দেশকে প্লাস্টিক দূষণমুক্ত করতে সিঙ্গল ইউজ় প্লাস্টিকের ব্যবহার বন্ধ নিয়ে সর্বত্র চলছে সচেতনতা অভিযান ৷ পিছিয়ে নেই প্রি-স্কুলের খুদে পড়ুয়ারাও ৷ বিহারের ইস্ট চম্পারণের মধুছাপড়া গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পড়ুয়ারা পথে নেমেছে ৷ প্লাস্টিক দূষণ রোধে প্রচারে শামিল হয়ে রীতিমতো নজির গড়েছে ৷

এক গ্রামবাসী রামনারায়ণ পাণ্ডে বলেন, "পড়ুয়ারা গ্রামে প্ল্যাকার্ড হাতে ঘুরে বেড়ায় ৷ স্লোগান দেয় ৷ গ্রামবাসীরাও এখন সচেতন হয়েছে ৷ বুঝতে পেরেছে কেন প্লাস্টিকের সামগ্রী ও পলিব্যাগের ব্যবহার বন্ধ করা উচিত ৷ এর ফলে গ্রামে প্লাস্টিকের ব্যবহার অনেক কমেছে ৷ "

প্ল্যাকার্ডে স্লোগান লিখে গ্রামের বিভিন্ন আবর্জনা স্তূপের সামনে রেখে আসে পড়ুয়ারা ৷ পড়ানোর পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকারাও নিয়মিত গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন ৷ তাদের প্লাস্টিক ব্যবহার বন্ধের জন্য উৎসাহিত করেন ৷

খুদে পড়ুয়ারাও প্লাস্টিকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে চালাচ্ছে প্রচার অভিযান

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিচালক বিদ্যান্তি দেবী বলেন, "আমরা বাচ্চাদের বোঝাই যে প্লাস্টিকের ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর ৷ তারা এটাই তাদের অভিভাবকদের বোঝায় ৷ অভিভাবকরা এখানে এলে আমরাও তাদের বোঝাই, প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার পরামর্শ দি ৷ "

রাজ্য সরকারের তরফে সিঙ্গল ইউজ় প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে ৷ কিন্তু সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্যজুড়ে নিষিদ্ধ প্লাস্টিক সামগ্রীর ব্যবহার অব্যাহত ৷ এখন দেশকে প্লাস্টিকমুক্ত করতে প্রচার অভিযানে নেতৃত্ব দিচ্ছে এই খুদে পড়ুয়ারা ৷ আশা, তাদের অনুসরণ করবেন বড়রাও ৷

ABOUT THE AUTHOR

...view details